বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

'নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১০ অক্টোবর ২০২৪, ০০:০০
'নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'

ষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সোমবার ও মঙ্গলবার দুদিনে ১৬২ পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। তারা পূজার সময় সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

পরিদর্শনকালে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের টাস্কফোর্স-৪ এর রাঙ্গুনিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মিরাজুল ইসলাম বলেন, সেনাবাহিনী রাঙ্গুনিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। প্রতিটি ইউনিয়নে পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে। কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।'

মন্ডপ পরিদর্শনে তার সঙ্গে ছিলেন রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের মেজর সাদমান সাকিব ও ক্যাপ্টেন ফাহিম। পূজা মন্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে