কুষ্টিয়ায় মাইক্রোবাস চাপায় ৪ শিশুর মৃতু্যর ঘটনায় চালক গ্রেপ্তার
প্রকাশ | ১০ অক্টোবর ২০২৪, ০০:০০
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাস চাপায় ৪ শিশুর মৃতু্যর ঘটনায় পলাতক মাইক্রোবাস চালক কাবের আলীকে (২৮) আটক করেছের্ যাব। মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় মেহেরপুরের গাংনী উপজেলার ঈদগাহপাড়া এলাকা হতে তাকে আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আমতৈল গ্রামের সারোয়ার উদ্দিনের ছেলে। বুধবার বেলা ১১টার সময়র্ যাব কুষ্টিয়া ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ের্ যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ২৯ সেপ্টেম্বর কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় স্থানীয় মক্তব থেকে বাড়ি ফিরছিল ৫ শিশু। এ সময় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রম্নতগতির মাইক্রোবাস চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। এছাড়া হামপাতালে নেওয়ার পর মারা যায় ৩ জন।