বেপরোয়া বাসের চাপায় শাবি শিক্ষার্থীসহ দুইজনের প্রাণহানি
প্রকাশ | ১০ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারালেন শাবি'র এক শিক্ষার্থী। অন্যদিকে কেরানীগঞ্জে কাভার্ডভ্যান-যাত্রীবাহী বাস সংঘর্ষে একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
শাবি প্রতিনিধি জানান, ঢাকায় বেপরোয়া বাসের চাপায় তাসনিম জাহান আইরিন নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত তাসনিম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার ঢাকার প্রগতি সরণি এলাকায় আকাশ পরিবহণ নামক বাসের চাপায় তার মৃতু্য হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. খায়রুল ইসলাম।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে কাভার্ডভ্যান-যাত্রীবাহী বাস সংঘর্ষে ইয়াসিন গাজী সাগর (৩৪) নামে এক বাসযাত্রী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহত ইয়াসিন বরিশাল কোতোয়ালি থানাধীন হরিনা শুলিয়া গ্রামের গাজী বাড়ির সোবহান গাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। এ ঘটনায় আহতরা স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পার্শ্ববর্তী তেঘরিয়া স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।