হবিগঞ্জে কবরস্থানে গরু চড়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, রাজশাহীতে আ'লীগ কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, কুড়িগ্রামের রাজারহাটে পুত্রবধূর মৃতু্যর খবর শুনে শাশুড়ির মৃতু্য হয়। এছাড়াও ঝিনাইদহে বিদু্যৎ স্পৃষ্টে কৃষকের ও লক্ষ্ণীপুরের রায়গঞ্জে পানিতে ডুবে শিশুর মৃতু্য হয়েছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের বাহুবলে কবরস্থানে গরু ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। বুধবার উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের কবরস্থানের পবিত্রতা রক্ষায় গ্রামের মুরুব্বিদের মাধ্যমে সিদ্ধান্ত হয় সেখানে গরু ছাগল চড়ানো যাবে না। তারপরও গ্রামের প্রভাবশালী সোনাহর আলী, মাসুদ মিয়া ও মারুফ মিয়ার লোকজন সকালে গরু ছাগল চড়াতে যান। বিষয়টি দেখে বাধা দেন তাজুল ইসলাম। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্বিতন্ডা হয়। এ সময় প্রতিপক্ষরা উত্তেজিত হয়ে তাজুলকে ফিকল দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। বিষয়টি উভয়পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে বাধে সংঘর্ষ। এতে তারেক মিয়া, সফর আলী, আনিছ মিয়া ও মতিন মিয়াসহ অন্তত ১৫ জন আহত হন। এদিকে, তাজুলকে উপজেলা স্বাস্থ্যকমেপস্নক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
রাজশাহী অফিস জানিয়েছে, রাজশাহীর মোহনপুরে একটি পটলক্ষেত থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। নিহতের নাম শাহাবুল ইসলাম (৪৫)। তিনি কেশরহাট পৌরসভার মোলস্নাপুকুর এলাকার গোপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।
মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, শাহাবুল আগেরদিন মঙ্গলবার বাড়ি থেকে বের হন। সারাদিন বাড়ি না ফেরায়, রাত থেকে স্বজনরা খোঁজখুঁজি শুরু করে। বুধবার সকালে স্থানীয় একজন কৃষক জমিতে গেলে শাহাবুলের মরদেহ দেখতে পান।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের ভুটিয়ারগাতী গ্রামে গাছের ডাল কাটতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে হাসান মন্ডল (৩৬) নামে এক কৃষকের মৃতু্য হয়েছে। বুধবার তার মৃতু্য হয়। তিনি ওই গ্রামের শওকত হোসেনের ছেলে।
স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশের একটি কড়াই গাছ থেকে ডাল কাটতে গাছে ওঠেন হাসান। সেসময় হাতে থাকা বাঁশ ছুটে পাশের ৩৩ হাজার ভোল্টের তারের সঙ্গে লেগে তিনি বিদু্যৎস্পৃট হন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে ৬ ঘণ্টার ব্যবধানে পুত্রবধূর মৃতু্যর খবর শুনে শাশুড়ির মৃতু্য হয়েছে। একই মাঠে পৃথক নামাজে জানাজা দিয়ে পাশাপাশি কবর দেওয়া হয়েছে পুত্রবধূ-শাশুড়িকে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনাগ্রামে।
পরিবার ও এলাকাবাসী জানান, চেতনাগ্রামের জাহাঙ্গীর আলম বকসীর স্ত্রী আক্তারুন্নাহার ময়না (৫০) অসুস্থ হলে গত সোমবার রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় স্বজনদের কান্নাকাটি ও মৃতু্যর খবর শুনে আক্তারুন্নাহারের অসুস্থ শাশুড়ি কোহিনুর বেগম আলো (৯০) মঙ্গলবার সকালে মারা যান।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃতু্য হয়েছে। গত মঙ্গলবার উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু তেবাড়িয়া আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষক নাজমুল হকের ছেলে মাসুম। স্থানীয়রা জানান, বৃষ্টির পানিতে বাড়ির পাশের একটি গর্ত ভরে ছিল। সেখানে পড়ে শিশুটির মৃতু্য হয়।