পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষের্ যালি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। অন্যদিকে পটুয়াখালীর গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে সচেতনতামূলকর্ যালি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে ইন্দুরকানী সদর রোডের অবস্থান কর্মসূচিতে স্বাগত বক্তব্য ও মূল বিষয়বস্তু পাঠ করেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু। এ সময় আরও বক্তব্য রাখেন সরকারি ইন্দুরকানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও প্রেস ক্লাব সাবেক সভাপতি আলমগীর কবির মান্নু, প্রেস ক্লাব সভাপতি এইচএম ফারুক হোসাইন, সিনিয়র সহ-সভাপতি শাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, সমাজসেবক ওবায়দুল ইসলাম, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি কেএম শামীর রেজা, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আজিম মোলস্না, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাবীব আজাদ ও কর্মসূচি সমন্বয়কারী আলতাফ হোসেন প্রমুখ।
বক্তারা তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক তুলে ধরে সরকারের কাছে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। পাশাপাশি তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহারের দাবি জানান।
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর গলাচিপায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে এক দফা দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ, গলাচিপার আয়োজনে ইউএনওর কার্যালয়ের সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাস্তবায়ন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান, খবির হোসেন, আসাদুল ইসলাম, শারমিন মালেক, মিজানুর রহমান, মিমি রহমান, মোস্তাফিজুর রহমান, খলিলুর রহমান, ফিরোজ আলম, শাকিল হোসেন প্রমুখ।