সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
কমিটি গঠন ম লক্ষ্ণীপুর প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির আওতাধীন আল-হাছা প্রাদেশিক ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হলেন- আলাউদ্দিন আলা ও সাধারণ সম্পাদক আসলাম মির্জা। যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন এবং সাধারণ সম্পাদক নূরুল আলম ফরায়েজী এই কমিটির অনুমোদন দেন। সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) নজরুল ইসলাম পাটোয়ারী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণ-সমাবেশ ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে ভারতে পুরোহিত কর্তৃক রাসুল (সা.) অবমাননার প্রতিবাদে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদের স্মরণে দোয়া ও গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রানীগঞ্জ বাজার সিংড়া ইউনিয়ন পরিষদে সমাবেশে সভাপতিত্ব করেন- উপজেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা আরশাদ হোসাইন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির আলস্নামা আব্দুল হক আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. মুনতাছির আহমদ। মতবিনিময় সভা ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের রামগতিতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা সম্মেলন হলরুমে লক্ষ্ণীপুরের নবাগত জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন। সভায় অন্যদের মধ্যে সভায় অংশ নিয়ে মতামত প্রকাশ করেন- রামগতি উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড- ইন কমান্ড বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. মোহতাসিন, রামগতি থানার (ওসি) মো. কবির হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সিরাজ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটু। কর্মশালা অনুষ্ঠিত ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য স্থানীয় অর্থনীতি সক্রিয়করণের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মহিলা-বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন আইসিভিজিডি দ্বিতীয় পর্যায় (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা-বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন- মহিলা-বিষয়ক অধিদপ্তরের (আইসিভিজিডি দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক এসএম আরশাদ ইমাম ও একই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মাহবুবর রহমান। কর্মশালায় অংশগ্রহণ করেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, মহিলা-বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার। সভা অনুষ্ঠিত ম শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরার শালিখায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে? মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সভার সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ? প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান? বিশেষ অতিথি ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম, মেজর মুহতাদী কামাল আহমদ, শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন কুমার ঘোষ,আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন,পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সিতান বিশ্বাস। আইনশৃঙ্খলা সভা ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি মান্দায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের সতীহাট কেটি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে সভায় মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল হক বাদলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির অন্যতম সদস্য এমএ মতীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম নাজমুল হক নাজু, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু। মতবিনিময় অনুষ্ঠিত ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- মেজর মেহেদী হাসান, গলাচিপা থানার (ওসি) মো. আশাদুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। সভা অনুষ্ঠিত ম চট্টগ্রাম বু্যরো চট্টগ্রামের দেওয়ানবাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে আইন-আদালত বিভাগীয় দায়িত্বশীলদের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। মঙ্গলবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম নগর নায়েবে আমির আইন আদালত বিষয়ক সাব-কমিটির আহ্বায়ক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উলস্নাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা '২৪ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সোমবার নিতপুর শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষে বিকালে ওই পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও মো. আরিফ আদনান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কনক রায়। এ সময় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল হক শাহ্‌, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। কার্যালয় উদ্বোধন ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর পলাশে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পলাশ উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পলাশ চৌরাস্তা মোড়ে এ শাখার উদ্বোধন করা হয়। কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন। ইসলামী ছাত্রশিবিরের পলাশ উপজেলা সভাপতি জুবায়ের আল ফাহাদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলাশ উপজেলার আমির আবুল কাসেম সিকদার, সাধারণ সম্পাদক মাসুদ করিম, পৌরসভা জামায়াতের আমির অ্যাড. লোকমান ভুঁইয়া, জামায়াতের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হালিম ও উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মারুফ প্রমুখ। চাল বিতরণ ম মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুর্গাপূজায় সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১১৩টি পূজা মন্ডপে ৫৬ মে. টন ৫০০ কেজি চালের ডিও বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সল। এ সময় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, পূজা উদযাপন কমিটির সহসভাপতি শংকর পাল সুমন, সাধারণ সম্পাদক লিটন রায়, পৌর উদযাপন কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর অজিদ কুমার পাল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মাসুদ আলী। ত্রাণ বিতরণ ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় সোমবার হতে প্রশাসনের উদ্যোগে পানিবন্দি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। সোমবার ও মঙ্গলবার কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রশাসনের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. শহিদুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয় হতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন, তরিকুল ইসলাম শাকিল এবং ইফতেখার হোসেন, পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ তদারকি করছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মমিনুল ইসলাম, প্রকল্প কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান। পুরস্কার বিতরণ ম আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে উপজেলা পর্যায়ের জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা দেড়টায় আমতলী সরকারি একে হাই স্কুল মাঠে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। আমতলী উপজেলা মাধ্যমিক অফিসার মো. আলী আহাদের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার সেলিম মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। এ সময় ছিলেন সাংবাদিক মো. রেজাউল করিম, জাকির হোসেনসহ আরও অনেকে। ত্রাণসামগ্রী বিতরণ ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে বন্যাকবলিত ২২৩০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা, রতি, সোলাগাড়ী, মন্দি ও রামহরি এলাকার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি আহসান হাবিব (আসিফ), রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজান মাহিম, আরিফুল ইসলাম ও আশরাফুল ইসলাম প্রমুখ। মোড়ক উন্মোচন ম নরসিংদী প্রতিনিধি নরসিংদী বিজ্ঞান ক্লাবের উদ্যোগে মঙ্গলবার বিজ্ঞান শিক্ষার্থীদের মিলনমেলা এবং বিজ্ঞানচারী নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা আলম। বিজ্ঞান শিক্ষার্থী খালিদ সাইফুলস্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনির, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন প্রমুখ। মতবিনিময় ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ডোমার উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা, রাজনৈতিক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় ও উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার (ওসি) আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, জামায়াতে ইসলামী বাংলাদেশ জেলা সদস্য আব্দুল হাকিম, ডোমার উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল হক, ডা. কামরুল হাসান নোবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। পুরস্কার বিতরণী ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) এর ৩৬তম উরস শরিফ উদযাপন উপলক্ষে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার আয়োজনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) এর জীবনী আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সুপার ও সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য এস এম মোরশেদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আসহাব উদ্দিন ও মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভান্ডারীর অধ্যক্ষ মাওলানা আবুল কাছেম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আসহাব উদ্দিন, বলাই কুমার আচার্য, হাফেজ আব্দুর রশিদ, মাওলানা দিদারুল আলম, শফিউল আজম চৌধুরী প্রমুখ। \হ খাদ্যসামগ্রী বিতরণ ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কুলাউড়া ক্যাম্পের তত্ত্বাবধানে জয়চন্ডী ইউনিয়নের চা-শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়চন্ডী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুবের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক রাহাত সিপারের সঞ্চালনায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কুলাউড়া ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সৈয়দ হাসানুজ্জামান, ওয়ারেন্ট অফিসার মাহবুব রহমান এবং সার্জেন্ট আমিনুল ইসলাম। ব্রিফিং অনুষ্ঠিত ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে হবিগঞ্জের লাখাই উপজেলার পূজামন্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা আনসার ভিডিপির আয়োজনে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আনসার ভিডিপি কর্মকর্তা মোর্শেদ জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও নাহিদা সুলতানা। এ সময় আরও বক্তব্য রাখেন ওসি বন্দে আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল মুত্তালেব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম সাহেদ, সাংবাদিক আবুল কাসেম। মন্ডপ পরিদর্শন ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন ইউএনও মো. আরিফ আদনান। মঙ্গলবার মশিদপুর ইউপির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো। মন্ডপ পরিদর্শন শেষে তিনি জানান, এবারে উপজেলার ১৩টি দুর্গামন্ডপে হিন্দু সনাতন ধর্মালম্বীর লোকজনের ভালোভাবে পূজা উদযাপনের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ একজন ট্যাগ অফিসার এবং আপাতত ছয়জন করে আনসার নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আরও আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে বলে তিনি জানান। ক্রীড়া প্রতিযোগিতা ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে মাধ্যমিক শিক্ষা স্তরের শিক্ষার্থীদের নিয়ে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ মাঠে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সমিতির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, বলাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী, ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলস্নাল হোসেনসহ অনেকে।