বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
নাসিরনগরে বজ্রপাতে যুবকের মৃতু্য রাজৈরে যুবকের লাশ উদ্ধার

উখিয়ায় দুই এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

স্বদেশ ডেস্ক
  ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
উখিয়ায় দুই এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় দুইজন এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃতু্য ও মাদারীপুরের রাজৈরে ফসলি জমি থেকে যুবকের লাশ উদ্ধার হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ায় এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের দুই কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উখিয়া রাজাপালং ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে পৃথকভাবে দুই মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- পটুয়াখালী বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে মেহেরাব হোসেন (৩০) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখ লাল দেবের মেয়ে পপি দেব (২৭)। তারা দুইজনই এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের দুই কর্মী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি আরিফ হোসেন। তিনি জানান, উখিয়া পৃথকভাবে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইজনে একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুইজনে এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের কর্মরত সহকর্মী ছিলেন। কী কারণে আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাহিন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের লালুয়াটুক গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানান, সকালে লালুয়াটুক গ্রামের সাজু মিয়ার ছেলে শাহিন মিয়া বাড়ির পাশে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

নাসিরনগর উপজেলা নির্বাহী ইমরানুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের রাজৈরে ফসলি জমির পানি থেকে রবিউল মৃধা (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আলমদস্তা গ্রাম ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার হয়। তিনি একই গ্রামের মৃত ওহাব মৃধার ছেলে ও রাজৈর বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টারে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবারও কাজে গিয়েছিলেন রবিউল। কিন্তু রাতে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরদিন সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে আলমদস্তার এলাকার একটি ফসলি জমির পানিতে রবিউলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। রাজৈর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। রিপোর্ট হাতে পেলে মৃতু্যর কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে