বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

১৬ মাস পর ফুলবাড়ী পৌর কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
১৬ মাস পর ফুলবাড়ী পৌর কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা প্রদান

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১৬ মাস পর পরিশোধ করেছেন পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি)। সোমবার তিনি পৌরসভার নিজস্ব রাজস্ব তহবিল থেকে ৬৬ লাখ টাকা বেতন-ভাতা প্রদান করেন। এর মধ্যে ৬ লাখ ৪০ হাজার সাবেক মেয়র কাউন্সিলরদের সম্মানী ভাতা।

পৌর নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা লুৎফুল হুদা চৌধুরী বলেন, পৌর হোলডিং কর বকেয়া থাকায় গত ২০২৩ সালের জুন মাস থেকে পৌরসভার স্থায়ী কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা ও পৌর মেয়র কাউন্সিলরদের সম্মানী বাকি ছিল। গত ১৯ আগস্ট পৌর প্রশাসক দায়িত্ব গ্রহণ করে হোলডিং কর আদায় হলে ২০২৩ সালের জুন থেকে সেপ্টেম্বর ৪ মাসের বেতন-ভাতা ও তৎকালীন মেয়র-কাউন্সিলরদের সম্মানী ভাতা প্রদান করেছেন।

পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি জাফর আরিফ চৌধুরী বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়, নিজস্ব রাজস্ব দিয়ে। এজন্য তিনি পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে নিয়মিত পৌরকর পরিশোধ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে