বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পঞ্চগড়ে ৫ জন আটক

পঞ্চগড় প্রতিনিধি
  ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পঞ্চগড়ে ৫ জন আটক

পঞ্চগড় সীমান্ত অতিক্রম করে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৭৭৫ থেকে একশ' গজ বাংলাদেশের অভ্যন্তরে শুয়েরপাড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা বাংলাদেশি নগদ ২৪ হাজার ৪১০ টাকা, ভারতীয় ৯০ রুপি, ৫টি এন্ড্রয়েড মোবাইল, ৪টি মোবাইল চার্জার ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- নীলফামারী জেলার ডোমার উপজেলার বোরাগাড়ি নয়নি বাকডোগড়া গ্রামের মৃত মধূসুদনের ছেলে নন্দ কিশোর রায় (৪৫), একই গ্রামের নন্দ কিশোর রায়ের ছেলে পরিমল রায় (২১), বোরাগাড়ি নৌদাবস গ্রামের তৈলক্ষ্য রায়ের ছলে নিত্যানন্দ রায় (২১), একই গ্রামের বড়কান্ত চন্দ্রের ছেলে সঞ্জয় চন্দ্র (১৭) এবং মৃত সিবেনের ছেলে কল্যাণ রায় (২৪)।

ঘটনার সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মানব পাচার চক্রের সদস্য পঞ্চগড়ের বোদা উপজেলার আমতলা কাজিপাড়ার বানিয়াপাড়া গ্রামের মনোয়ার হোসেন পালিয়ে গেছেন। সোমবার রাতেই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। আটকদের বিরুদ্ধে বোদা থানায় বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর দায়িত্বাধীন সব সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। সোমবার রাতে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ওই ৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, কোনো কারণ ছাড়া স্বেচ্ছায় তারা ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যাওয়ার কোনো উপায় না পেয়ে বড় একটি মানব পাচার চক্রের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় হাতেনাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে