বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

জন্ম ও মৃতু্য নিবন্ধনে সিরাজগঞ্জে প্রথম ধামাইনগর ইউনিয়ন পরিষদ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
জন্ম ও মৃতু্য নিবন্ধনে সিরাজগঞ্জে প্রথম ধামাইনগর ইউনিয়ন পরিষদ

জাতীয় জন্ম ও মৃতু্য নিবন্ধনে সিরাজগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করেছে রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃতু্য নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রথম স্থান অর্জনকারী রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রোজিন পলাশের হাতে সম্মাননা তুলে দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

জন্ম ও মৃতু্য নিবন্ধন কার্যক্রমে জেলার ৮৩টি ইউনিয়নের মধ্যে প্রথম ও উপজেলায় এ নিয়ে তৃতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করল ধামাইনগর ইউনিয়ন পরিষদ।

প্রশাসনিক কর্মকর্তা রোজিন পলাশ জন্ম ও মৃতু্য নিবন্ধন কার্যক্রমের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেন।

এ ছাড়া তিনি বিভিন্ন সেমিনার-ওয়ার্কশপে জন্ম ও মৃতু্য নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে সব শ্রেণিপেশার মানুষকে উৎসাহিত করেন। এরই ফলশ্রম্নতিতে জন্ম ও মৃতু্য নিবন্ধন কার্যক্রমে তারা জেলায় প্রথম স্থান অর্জন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে