লক্ষ্ণীপুরের রায়পুরে ভূমিদসু্যতা ও চাঁদাবাজির অভিযোগে সবুজ পন্ডিত ও কামাল সর্দার নামে দু'ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভ এবং সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার পৌর শহরের পীর ফয়েজ উল্যাহ সড়কে ওই এলাকার আকবর হোসেন সর্দার, আবুল কাশেম ও খিজির আলমের নেতৃত্বে বিক্ষোভ করা হয়। বিক্ষোভ মিছিলটি ওই সড়কের সৈয়াল বাড়ি থেকে শুরু হয়ে জিনের মসজিদের গেটে এসে শেষ হয়।
লিখিত বক্তব্যে খিজির আলম বলেন, 'কামাল সর্দার এলাকায় ভূমিদসু্য হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজি, হামলাসহ নানান অভিযোগে ১৮-২০টি মামলা হয়েছে। আমার প্রবাসী ভাইয়ের জমি দখল করতে চায় সবুজ পন্ডিত ও কামাল সর্দার। আমি আইনগত সহযোগিতা নেওয়ায় তারা আমাকে হয়রানি করতে বিভিন্ন মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলন করে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছেন। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।'
অভিযোগের বিষয়ে কামাল সর্দার বলেন, 'খিজির আলম ও আকবর হোসেন ওখানে কোনো জমির মালিক নন। তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তাদের অভিযোগগুলো সঠিক নয়।'