আমতলীতে ভূমি অধিকার সংলাপ অনুষ্ঠিত
প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে ভূমি অধিকার সংলাপ, সম্প্রদায় ও নীতি নির্ধারকরদের ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস'র (আরবান) আয়োজনে, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (সিডিএ) তত্ত্বাবধানে ও ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশনের (আইএলসি) অর্থায়নে এনএসএস লোকজ রিসোর্স সেন্টার ও ফুড কর্নার মিলনায়তনে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসান তারেক। আরবান'র প্রশাসনিক সমন্বয়কারী নাজিম উদ্দিন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, এনএসএ'র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম, খায়রুল বাশার বুলবুল, বিএলআরএন বাংলাদেশ'র কান্ট্রি ফেসিলিটেটর অসিম আহম্মেদ চৌধুরী, এনএসএস'র প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসানুল হক বান্না প্রমুখ।