বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

চিতলমারীতে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে যৌথবাহিনী

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
চিতলমারীতে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে যৌথবাহিনী

বাগেরহাটের চিতলমারীতে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে পরিদর্শন করছেন সেনা,র্ যাব, পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। কড়া নিরাপত্তা দিতে রাস্তায় সেনা টহল জোরদার করতে দেখা গেছে।

স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার থেকে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব সারদীয়া দুর্গাপূজা শুরু হচ্ছে। এ পূজাকে নির্বিঘ্ন করতের্ যাব, সেনা, পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিভিন্ন মন্দিরে ঘুরে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছেন।

উপজেলা দুর্গাপূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জহর লাল সরকার জানান, এ বছর উপজেলায় ১২৯টি মন্দিরে শারদীয়া দুর্গাপূজা ও ১০টি মন্দিরে বাসন্তী পূজা অনুস্থিত হচ্ছে। এছাড়া ১৫টি মন্দির ঝুঁকিপূর্ণ থাকায় সেখানে পূজা বন্ধ রাখা হয়েছে।

চিতলমারী থানার ওসি স্বপন কুমার রায় জানান, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।র্ যাব, পুলিশ, সেনা বাহিনীর পাশাপাশি আনসারসহ প্রশাসনের বিভিন্ন বাহিনী মন্দিরে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে