ফরিদপুরের ভাঙ্গায়, দিনাজপুর ও ফুলবাড়ীতে বাস-ট্রাকের চাপায় পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃতু্য হয়েছে। এ ছাড়া ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃতু্য হয়েছে।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় জাকির শেখ (৫৫) নামক একজন কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত জাকির শেখ উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের মৃত আব্দুল হাশেম শেখের ছেলে। তিনি গ্রামে গ্রামে ঘুরে কাপড় বিক্রি করেন।
হাইওয়ে থানার এসআই আব্দুলস্নাহ হেল বাকি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকের ধাক্কায় নিহত জাকির শেখের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে হানিফ পরিবহণের একটি যাত্রিবাহী কোচের ধাক্কায় ফখরুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক দুই যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার শহরের হাউজিং মোড়ে আঞ্চলিক মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নেসার উদ্দীনের ছেলে। আহতরা হলেন দিনাজপুর উপশহর এলাকার জামালের ছেলে বেলাল (৩০) ও একই এলাকার মকবুলের ছেলে সাইদুর (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস শহরের হাউজি মোড় এলাকায় পৌঁছে একটি ইজিবাইককে ধাক্কা দিলে চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘাতক হানিফ এন্টারপ্রাইজ পরিবহণের গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় শরিফুল ইসলাম (৬০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃতু্য হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর এলাকার বারকোনা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম বারকোনা গ্রামের মৃতু্য ফজলু মিয়ার ছেলে। ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ মৃতদেহটি সুরতহাল পরীক্ষা করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত মোবারক হোসেন (২৬) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। এর আগে রোববার বিকালে ময়মনসিংহ-গফরগাঁও সড়কে বালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় যুবদল কর্মী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকালে ময়মনসিংহ থেকে গফরগাঁও আসার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী মোবারক রাস্তায় ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১২টায় তার মৃতু্য হয়।