ফটিকছড়িতে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে খাল পরিষ্কার
প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
খালটি ভরে ছিল ময়লা-আবর্জনা থেকে শুরু করে লতা-পাতা বিভিন্ন আগাছায়। দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া খালটি পরিষ্কার করে একঝাঁক স্বেচ্ছাসেবী।
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার উদ্যোগে পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ মরা খাল হিসেবে পরিচিত ডোবাটি পরিষ্কার করে সাধারণ ছাত্র, গাউছিয়া কমিটি ও বিডি ক্লিনের ফটিকছড়ির সদস্যরা। এতে পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করে সহযোগিতা করে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
উপজেলার নাজিরহাট পৌর এলাকার ৮নং ওয়ার্ডের গুল মোহাম্মদ বাড়িসংলগ্ন ডোবায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, নাজিরহাট জামিয়া মিলিস্নয়া আহমদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুস সালাম শরিফী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা সুমন মন্ডল অপু, নাজিরহাট পৌরসভার সহকারী প্রকোশলী রাজিব বড়ুয়া, সচিব নুরুল আবসার, গাউসিয়া কমিটির সদস্য সাজ্জাদ আলম, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি মহিউদ্দিন, সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি সাইমন প্রমুখ।