বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

দুর্গাপূজা উপলক্ষে ইবি ও মাভিপ্রবিতে ছুটি ঘোষণা

স্বদেশ ডেস্ক
  ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
দুর্গাপূজা উপলক্ষে ইবি ও মাভিপ্রবিতে ছুটি ঘোষণা

দুর্গাপূজা উপলক্ষে ইবি ও মাভিপ্রবিতে ছুটি ঘোষণা করা হয়েছে। ইবিতে আগামী ১২ থেকে ১৫ অক্টোবর ও মাভিপ্রবিতে আগামী ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

ইবি প্রতিনিধি জানিয়েছেন, দুর্গাপূজা ও ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে আগামী ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবাসিক হল খোলা থাকবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, দুর্গাপূজা ও ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইবির ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। অফিস বন্ধকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদু্যৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে।

মাভাবিপ্রবি প্রতিনিধি জানান, দুর্গাপূজা ও ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে ৯ দিনের ছুটি পাচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানা যায়, শ্রী শ্রী দুর্গাপূজা, ফাতেহা ইয়াজদাহম (১১ রবিউস সানি) এবং শ্রী শ্রী লক্ষ্ণীপূজা উপলক্ষে আগামী ১২-১৬ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত ৫ দিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। এছাড়া ১০ ও ১১ অক্টোবর এবং ১৭ ও ১৮ অক্টোবর যথাক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার থাকায় মোট ৯ দিনের ছুটি পাবেন শিক্ষার্থীরা।

আগামী ১৯ অক্টোবর ২০২৪ তারিখ শনিবার হতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ যথারীতি চালু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে