আজমিরীগঞ্জে সরকারি হাসপাতালের পাচার করা ওষুধ জব্দ
বকশীগঞ্জে অবৈধ পার্কিং করায় অটোচালকদের জরিমানা
প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
জামালপুরের বকশীগঞ্জে অবৈধ পার্কিং করায় ভ্রাম্যমাণ আদালতে সিএনজিচালিত অটোরিকশার চালকদের জরিমানা করা হয়েছে। এদিকে, হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি হাসপাতালের পাচার করা ওষুধ জব্দ করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে সড়কে অবৈধভাবে পার্কিং করে গাড়ি রেখে দুর্ভোগের সৃষ্টি করায় তিন সিএনজিচালিত অটোরিকশা চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকালে উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
জানা গেছে, ওই বিদ্যালয়ের সামনে অবৈধভাবে অটোরিকশা পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আসছিলেন চালকরা। বিদ্যালয় কর্তৃপক্ষ বার বার উপজেলা প্রশাসনকে অবগত করলে জনস্বার্থে ভ্রাম্যমাণ পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা চালকদের সতর্ক করেন।
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে পাচার করার সময় ১ হাজার ৫৪০ পিস সরকারি ওষুধ জব্দ করেছে পুলিশ। পাচারকারী যুবক ওষুধের ব্যাগ রেখে পালিয়ে যায়। গত সোমবার বিকালে স্থানীয়রা স্বাস্থ্য কমপেস্নক্সের গেট থেকে ওষুধগুলো আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবক হাসপাতালের স্টোরের কিছু ওষুধ শপিং ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন। গেটের সামনে আসলে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ব্যাগে কী আছে জানতে চাইলে ওই যুবক ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে শোরগোল শুরু হলে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওষুধগুলো জব্দ করে নিয়ে যায়।
পুলিশের জব্দ তালিকায় ৪০ পাতায় ৪০০ পিস ওমিপ্রাজল, ১০ পাতায় ১০০ পিস এজিথ্রোমাইসিন, ১০ পাতায় ১০০ পিস কিটোরোলাক, ৮ পাতায় ৮০ পিস এমোক্সিসিলিন, ১৫ পাতায় ১৫০ পিস ক্লোরুমিন, প্রেক্সোপেনাডিন ১১ পাতায় ১১০ পিস, মেট্রোনিডাজল ১০ পাতায় ১০০ পিস, প্যারাসিটামলের ৫০ পাতায় ১৫০ পিস ও এন্টিসেপটিক হ্যান্ডরাব সলিউশন মিলিগ্রামের এক বোতল ৫০০।
ঘটনা খতিয়ে দেখে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানিয়েছেন।
আজমিরীগঞ্জ থানার ওসি মাঈদুল হাছান বলেন, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।