মামলায় আসামি সাংবাদিক! জানেন না সাক্ষীও
প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
স্বন্দীপ (নোয়াখালী) প্রতিনিধি
রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে দৈনিক যায়যায়দিন পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি পুষ্পেন্দু মজুমদারকে। তবে মামলার সাক্ষী জানেন না আসামির বিষয়ে। মামলার ৬ নং স্বাক্ষী নাহিদুর রহমান নিলয়।গত রোববার সন্দ্বীপ থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে মামলা করেন পৌরসভা যুবদলের অব্যহতি প্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন।
জানা যায়, চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে মামলার প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৩৭ জনকে আসামি করা হয়। এ মামলার ১৯ নম্বর আসামি সাংবাদিক পুষ্পেন্দু মজুমদার। মামলায় এমলাক মিয়া, নিজাম, হেলাল উদ্দিন, শিহাব উদ্দিন, শাহীন ও নাহিদুর রহমান নিলয়সহ ১১ জনের নাম সাক্ষী হিসেবে উলেস্নখ করা হয়েছে।
৬ নম্বর সাক্ষী নাহিদুর রহমান নিলয় হলেন বাদী নাছির উদ্দিনের ছেলে। তবে সাক্ষী নিলয় অবগত নন মামলার ১৯ নম্বর আসামি সাংবাদিক পুষ্পেন্দু মজুমদারের বিষয়ে।
নিলয়ের কাছে মামলা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'মামলায় পুষ্পেন্দু মজুমদারের সম্পৃক্ততা আছে কিনা আমি জানি না। তার সঙ্গে আমার কোন পরিচয় নেই।'
সাংবাদিক পুষ্পেন্দু মজুমদার জানান, 'কি কারণে আমাকে মামলা দেওয়া হয়েছে জানি না। মামলার বাদির সঙ্গে আমার পরিচয় নেই, আর বাদিও আমাকে চেনেন না। ব্যক্তি আক্রোশ থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে আসামি করা হয়েছে।'
সন্দ্বীপ থানার ওসির কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলাটি নথিভুক্ত হয়েছে, তদন্ত দোষী না হলে গ্রেপ্তার করা হবে না।