টাঙ্গাইল, গাজীপুর মহানগর ও চাঁপাইনবাবগঞ্জে সরকারি সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ডিপেস্নামাধারী সার্ভেয়াররা। অপরদিকে বিভিন্ন দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জে, মুন্সীগঞ্জের সিরাজদিখানে ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী, সুগার মিল শ্রমিক, সাংবাদিকরা ও বিভিন্ন সংগঠনের নেতারা। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল জানান, মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. শামচুল আলম, সাধারণ সম্পাদক মো. কামরুল আলম, উপদেষ্টা রফিকুল ইসলাম, মো. আব্দুল আওয়াল প্রমুখ।
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, গাজীপুরে মঙ্গলবার সকাল থেকে দুপুর ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন গাজীপুর জেলার এস এ শাখার সার্ভেয়ার মো. আবুল কালাম আজাদ, সেটেলমেন্ট অফিসার ওমর ফারুকসহ বিভিন্ন শাখার কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সোমবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনে কর্মরত সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন, গণপূর্ত বিভাগে কর্মরত সার্ভেয়ার নাজমুল হোসেন, সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার গোলাম সাকলাইন ও মতিউর রহমান, নাচোল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাহমুদুল হাসানসহ অন্যান্যরা।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। মঙ্গলবার সকালে সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা নাজমুল ইসলাম, সাহেব আলী, ইদ্রিস আলী, আমিরুল ইসলাম, আলমগীর হোসেন, মতিয়ার রহমান, শাহার আলীসহ অন্যান্যরা।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং রায় প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন করেছেন সাংবাদিকরা ও বিভিন্ন সংগঠনের নেতা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজদিখান প্রেস ক্লাবের সামনের রাস্তায় প্রেস ক্লাবের সভাপতি আমার দেশ পত্রিকার প্রতিনিধি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের নেতৃত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক মো. মোস্তফার সঞ্চালনায় এ সময় ছিলেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, বিএনপি নেতা সৈয়দ আলতাফ হোসেন, বিএনপি নেতা পিয়ার আলী মোলস্না।
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আজগার আলীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, উপবৃত্তির টাকা আদায়সহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠেছে। এসব অনিয়ম দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানসংলগ্ন জমতলা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি তাহমিদা আক্তার বলেন, প্রধান শিক্ষক আমার কাছে পদত্যাগপত্র জমা দিলে আমি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। কোনো শিক্ষককে পদত্যাগ করানোর ক্ষমতা আমার হাতে নেই।
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কে মাটিকাটা নামক স্থানে মঙ্গলবার মুসলিম হত্যা মামলার আসামিদের দ্রম্নত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন হাজার হাজার জনতা। মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ আব্দুল আজিজ, মনিরুজ্জামান রতন, মমিনুর রহমান, নাজমুল ইসলাম, হাসমত আলী, জহুরুল ইসলাম। এ সময়ে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম।