ইলিশের দাম সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে :ডিসি

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন -যাযাদি
'ইলিশের দাম সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে' বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। গত সোমবার রাতে চাঁদপুর মৎস্য বণিক সমিতির কার্যালয়ে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ আয়োজিত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বিভিন্ন পর্যায়ে স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় তিনি আরও বলেন, 'ইলিশের পেছনে জেলে কিংবা মাছ ব্যবসায়ী কারও কোনো ধরনের ইনভেস্টম্যান্ট নেই, জিরো ইনভেস্টম্যান্ট। তারপরও প্রতিবছর ইলিশের দাম বাড়ানো হচ্ছে। আমি মনে করছি, এটা সিন্ডিকেটের কাজ। তারাই সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন ইলিশের। এ জন্য আমি এই ইলিশের বাড়ি চাঁদপুরে থাকা অবস্থায় এই সিন্ডিকেট ভাঙব। যাতে করে ইলিশ সবাই খেতে পারে।' জেলা প্রশাসক বলেন, 'আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ রক্ষায় আমরা প্রশাসন চাঁদপুরের পদ্মা মেঘনা নদী এলাকায় এবার ২৪ ঘণ্টাই মনিটরিং করব। আমাদের কাছে কোনো রাত থাকবে না।' চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন, জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, সাধারণ সম্পাদক শবে বরাত সরকার, মৎস্য ব্যবসায়ী আকবর আলী প্রমুখ। 'মিঠা পানিতে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে হবে' এদিকে, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেছেন, 'ইলিশ সামুদ্রিক মাছ। ডিম ছাড়ার জন্য মিঠা পানিতে আসে। তাই প্রজনন সময়ে ইলিশকে ডিম ছাড়ার জন্য সুযোগ করে দিতে হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। তাহলে আমরা দেশের চাহিদা মিটিয়ে ইলিশ বিদেশে রপ্তানি করতে পারব।' মঙ্গলবার শহরের বিআইডবিস্নউটি'র মোড় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের জেলা কার্যালয়ে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও সেনাবাহিনীসহ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করব। সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ, সাংবাদিক মির্জা জাকির, শাওন পাটোয়ারী, বোরহানউদ্দিন ডালিম, শরিফুল ইসলাম, ফরিদুল ইসলাম উকিল প্রমুখ।