বিশ্ব হস্তলিখন প্রতিযোগিতা-২০২৪ এ প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশের তরুণ ইসলামুল হক ইমতিয়াজ। সম্প্রতি আমেরিকাতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বয়সভিত্তিক ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রতি বছরের ন্যায় এবারও এই প্রতিযোগিতা হয়। ঋঁহপঃরড়হধষ ঐধহফৎিরঃরহম গধহঁংপৎরঢ়ঃ (২০-৬৪ অমব) ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের ইমতিয়াজ প্রথম স্থান অর্জন করেন।
ইমতিয়াজ গাজীপুরের কালীগঞ্জ থানার ভাটিরা গ্রামের আনসার উদ্দিন মাস্টারের ছেলে। শিক্ষার্থীদের সুন্দর হস্তলিখনের একজন স্বনামধন্য প্রশিক্ষক হিসেবেও ইমতিয়াজের ব্যাপক পরিচিতি রয়েছে।
এছাড়া হস্তলিখনের ওপর তার লেখা বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে, যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর হাতের লেখার জন্য সহপাঠ্য হিসেবে ব্যবহার হচ্ছে।
ইসলামুল হক ইমতিয়াজের নিজ হাতে লেখা বাংলা ও ইংরেজি সুন্দর হাতের বইগুলো শিক্ষা সংশ্লিষ্টদের কাছে ইতোমধ্যে প্রশংসিত ও সমাদৃত হয়েছে।