ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিহাটে মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি ও সম্মাননা প্রদান করেন ইউএনও মো. কামাল হোসেন -যাযাদি
বাগেরহাটের ফকিরহাটে মরহুম সৈয়দ গোলাম মাহাবুব আলী মেধাবী শিক্ষার্থীদের চতুর্থতম এককালীন বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। এদিন আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ৩৬ জন শিক্ষার্থীকে মোট ৫২ হাজার নগদ অর্থ প্রদান করা হয়েছে। একইসঙ্গে এসব শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া চার শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়। মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন। সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জিৎ কুমার হালদালের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি ছিলেন সমাজসেবক প্রবাসী সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, একাডেমিক সুপারভাইজার আছাদুজ্জামান, সমাজসেবক মীর রফিকুল ইসলাম বিলস্নু, এএলএম বদিউজ্জামান, সৈয়দ মারুফ হোসেন মাহফুজ, সৈয়দ হারুন অর রশিদ হিরু, মলিস্নক ইদ্রিস আলী, সৈয়দ মাসুদ হোসেন, মো. কাজী শাহানশাহ্‌ মিথুন প্রমুখ।