ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো মামলাসহ বিভিন্ন মামলায় পাঁচ জেলায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ জেলায় আরও ১৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলা চালানোর অভিযোগে পৃথক দুই মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছের্ যাব। মঙ্গলবারর্ যাব-১৪ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইল শহরের বটতলায় আন্দোলনে হামলা ও গুলি চালানোর অভিযোগে পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম সমেজকে (৬০) শহরের ধুলেরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি চালানোয় নিহত ছাত্র ইমন হত্যা মামলার এজাহার নামীয় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন (৪৫) এবং ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল আলম বাচ্চু (৬৪)।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমিনিন মোমিন ও পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহিন আলম।
পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় খুলনার রূপসার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে রূপসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর শেখ টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান। দিঘলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ?্যমে জেলহাজতে পাঠিয়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোফাজ্জেল ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, 'আমরা ক্ষমতার অপব্যবহারকারী সকল অপরাধীদেরকেই আইনের আওতায় আনার জন্য অভিযান পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ মোফাজ্জেলকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সদর ইউপি চেয়ারম্যানসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, জেলা পরিষদের সদস্য ফজলুল হক হক ও ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাসান খসরু খান নুপুর।
এ বিষয়ে ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, গ্রেপ্তার আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে সাজাপ্রাপ্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার গ্রেপ্তারদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলা সদর উপজেলার মেঘনা নদীর চর রাসেল থেকে মোফাজ্জল (৫৫) ও আব্দুল বাতেন (৬৫) নামে দুই জলদসু্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৬টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তারা দু'জনে লক্ষ্ণীপুর জেলার মজু চৌধুরীহাট ও মধ্য চর রমনী এলাকার বাসিন্দা।
মঙ্গলবার সকালে ভোলার কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভির।
আটকদের সকল আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বুড়িচং (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
সোমবার রাতে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি নাগরিক আহাদ শেখকে (৪০) আটক করে।
আটক আহাদ শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রামদিয়া গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে।
মঙ্গলবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, এ ঘটনায় বিজির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পরশুরাম (ফেনী) প্রতিনিধি জানান, ফেনীর পরশুরামে স্থানীয়দের সহযোগিতায় ১১ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।
সোমবার রাত ৯টার দিকে পরশুরাম-সুবার বাজার সড়কের পূর্ব সাহেবনগর স্টিল ব্রিজ সংলগ্ন ঘাটঘর এলাকা থেকে চিনিসহ তিন জনকে আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের শেখ ফরিদ, জাকির ও ইমাম হোসেন।
পরশুরাম থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, চোরাকারবারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের দায়ের করে আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিস্ফোরক ও চুরির পৃথক মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
\হগ্রেপ্তাররা হলেন- উপজেলার দুপ্তাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার মাসকুর রহমানের ছেলে কাসেম (৪৭) ও সোনারগাঁও উপজেলার মজুমপুর এলাকার জালালের ছেলে আব্দুলস্নাহ (২১)।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, 'আসামি কাসেমকে একটি বিস্ফোরক, লুটপাট ও নাশকতার মামলা এবং আব্দুলস্নাহকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।