টিভিতে আজ
প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০
প্রতিনিধি
সভা অনুষ্ঠিত
ম চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম নগরের দেওয়ান বাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ, সমাজসেবা ও স্বাস্থ্যসেবা এবং পরিবার কল্যাণ বিভাগের নেতাদের সঙ্গে এ সভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ ও চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন নগর জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুলস্নাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ তাহের, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উলস্নাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ মীর্জা, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, অধ্যাপক মুহাম্মদ নুর, আবু বকর ছিদ্দিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমান, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী, মাওলানা মমতাজুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভা
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাজেক ইউনিয়নে ২টি ও বঙ্গলতলী ইউনিয়নে ১টিসহ মোট তিনটি পূজামন্ডপ কমিটির সঙ্গে বাঘাইহাট সেনা জোন কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাঘাইহাট জোন অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল আমিন (পিএসসি) জোন মতবিনিময় শেষে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় ছিলেন বাঘাইহাট ৬নং আদর্শপাড়া শ্রী শ্রী বাঘাইহাট কৃষ্ণ মন্দিরের সভাপতি বাসু দে, মাসালং এলাকার শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের সভাপতি শ্রী পূর্র্ণধর ত্রিপুরা এবং করেঙ্গাতলী এলাকায় শ্রী শ্রী হরি মন্দিরের সভাপতি উৎফল তালুকদার।
পিপিআর টিকা প্রদান
ম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে পিপিআর ও ক্ষুরারোগ নির্মূল এবং নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় নওগাঁর সাপাহারে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ফুরকুটিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ছাগল ও ভেড়ার টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
পূজামন্ডপ পরিদর্শন
ম কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোববার সন্ধ্যায় বিভিন্ন মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেছেন কুতুবদিয়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মোহাম্মদ সাদাত হোসেন ও নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইমাম মাহাদী এবং থানার অফিসার ইনচার্জ মো. আরমান হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কুতুবদিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল আহমেদ, কুতুবদিয়ার আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন ফারুকী, কুতুবদিয়া উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ভোলানাথ দাশ, সদস্য সচিব রণজিৎ কুমার দাসসহ অনেকে।
মশক নিধন
ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ ও রোভার স্কাউটস'র উদ্যোগে সোমবার দিনব্যাপী কলেজ চত্বরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান '২৪ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সরকারি কলেজের মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষক, রোভার স্কাউটস ও শিক্ষার্থীরা।
সাধারণ সভা
ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছার কপিলমুনি প্রেস ক্লাবের বর্তমান আহ্বায়ক কমিটির বাইরে অনুরূপ কমিটি ঘোষণা দেওয়ায় সংগঠন পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার সন্ধ্যা ৭টায় ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের সাধারণ সদস্য পদ থেকে এস এম আব্দুর রহমান, জি এম মোস্তাক আহম্মেদ, মুন্সী রেজাউল করিম মহাব্বতকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ক্লাবের আহ্বায়ক এইচ.এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল ইসলাম বজলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মোট ১৫ জন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়।
দিবস পালিত
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে অভিভাবক দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অভিভাবক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আহছান হাবিব। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান, পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায়। সঞ্চালনায় ছিলেন কলেজের সিনিয়র শিক্ষক পবন কুমার রায়।
পূজামন্ডপ পরিদর্শন
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নির্বিঘ্ন করার লক্ষ্যে রোববার সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন মন্ডপে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পন্ডিত, প্রধান উপদেষ্টা নির্মল কুমার দাস প্রমুখ।
কমিটি গঠন
ম গাজীপুর সদর প্রতিনিধি
গাজীপুরের ফু-ওয়াং সিরামিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-ঢাকা ৩৮৬০) এডহক/আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক জালাল মিয়াকে আহ্বায়ক ও পায়েল খানকে যুগ্ম-আহ্বায়ক করে (৯) সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মাজেদল রহমান, মো. রফিকুল, শরীফ মীর, আদনান আহমেদ, মনির হোসেন, জাহিদুল ইসলাম ও ফরহাদ হোসেন। উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্রের ২৪নং অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
অবৈধ কাঠ জব্দ
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পৃথকভাবে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। রোববার বিকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে পাচারের সময় ২৫১.৩৮ ঘনফুট গোল সেগুন কাঠ জব্দ করা হয়। এছাড়া আরও একটি অভিযানে সন্ধ্যায় উপজেলার জামতলী এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় ১৯৫.১৪ ঘনফুট কাঠ জব্দ করা হয়। নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, দীঘিনালা সেনা জোন ও নাড়াইছড়ি রেঞ্জ অফিসের পৃথকভাবে যৌথ অভিযানে অবৈধভাবে পাচারের সময় উলেস্নখিত পরিমাণ কাঠগুলো জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থায় জব্দকৃত কাঠগুলো নাড়াইছড়ি রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়েছে।
টিকা প্রদান
ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সরাইল কর্তৃক বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা (২য় ডোজ) প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সরাইল গরুর বাজার সংলগ্ন মনোয়ারা হাসপাতাল প্রাঙ্গণে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ, ভেটেরিনারি সার্জন ডা. শ্যামল কুমার চৌধুরীসহ এলডিডিপি এর প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. জাহিদ হাসান।
পুরস্কার বিতরণ
ম তাড়াশ (সিরাজগঞ্জ ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে ৫১তম বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরির কাবাডি, সাঁতার ও দাবা ক্রীড়া প্রতিযোগিতার সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছালামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য-সচিব মো. ফরহাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. সাইদুর রহমান। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সভা অনুষ্ঠিত
ম ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের সঙ্গে মতবিনিময় সভা করেছে ধুনট মডেল প্রেস ক্লাবের সাংবাদিকরা। বুধবার দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময়কালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ধুনট মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন। এ সময় উপস্থিত ছিলেন ধুনট মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন, সহ-সভাপতি এনামুল বারী সরকার, শিক্ষক জুয়েল রানা, যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি শুভ, আবুল কালাম, দপ্তর সম্পাদক রবিউল হাসান, সাংস্কৃতিক সম্পাদক রিহানুল হক রিকো, কার্যনির্বাহী সদস্য সৌরভ হোসেন প্রমুখ।
প্রধান শিক্ষক বরখাস্ত
ম বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে অবশেষে বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকাকে বরখাস্ত করলেন শিক্ষা অধিদপ্তর। বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদাত সামীম আহমেদ ও সহকারী শিক্ষিকা মোসা. রিফাত আরার মাঝে অফিস রুমে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হয়। যাহা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। ফলে ৬-৭-২৩ খ্রি. তারিখে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে চূড়ান্ত বরখাস্ত অনুমোদনের জন্য ২৫২তম আপিল অরবিস্ট্রেশন কমিটির সভায় উপস্থাপন করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, গত ১ অক্টোবর আমার কার্যালয়ে বরখাস্তের চূড়ান্ত চিঠি হাতে পেয়েছি।
কর্মী সম্মেলন
ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়নে জিয়া সাইবার ফোর্সের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় চত্বরে ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. রানা আহমেদ দুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মো. আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. ইরাদ সরকার। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. আছাদ আলী, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মোজাম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (বিআরডিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান বাবু। সোমবার বেলা ১১টায় বিআরডিবি হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় সমিতি লি. নির্বাচন-২০২৪ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সমবায় অফিসের সহকারী পরিদর্শক মাহবুব আলম, তানভির আলম, উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান।
ন্যায্যমূল্যে চাল বিক্রয়
ম সোনাগাজী (ফেনীর) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে বন্যা পরবর্তী ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য পৌর এলাকার ৫টি স্পটে ওএমএস ডিলারদের মাধ্যমে ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এতে করে উপকৃত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। পৌরসভার ৩নং ওয়ার্ডের হালিমিয়া মাদ্রাসার সামনের ওএমএস ডিলার মাকছুদুর রহমান রাসেল হামিদির তত্ত্বাবধানে হামিদিয়া এন্টারপ্রাইজ থেকে সাপ্তাহে ৫ দিন ন্যায্যমূল্যে চাল ও আটা ক্রয় করছেন। পৗর এলাকার এসব ওএমএস ডিলার পয়েন্ট থেকে ৩০ টাকা দরে প্রতি কেজি চাল ও ২৪ টাকায় দরে প্রতি কেজি আটা ক্রয় করতে পারছেন নিম্ন আয়ের মানুষ।
মতবিনিময় সভা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনসহ উপজেলার সার্বিক নিরাপত্তা নিয়ে স্থানীয় সব শ্রেণী-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সভায় থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ। এ সময় ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, জামায়াতে ইসলামী উপজেলার সভাপতি হাবিবুর রহমান, পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. মানেশ চন্দ্র সাহা।
সিসিটিভি ক্যামেরা প্রদান
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির কাছে সিসিটিভি ক্যামেরা প্রদান করেছেন সাংবাদিক ও কলামিস্ট তৌহিদুল আলম। সোমবার দুপুরে উপজেলার আব্দুল জলিল মিলনায়তনে পূজা উদযাপন কমিটির নেতা-কর্মীদের হাতে এসব সিসিটিভি ক্যামেরা হস্তান্তর করা হয়। এ সময় ছিলেন আনোয়ারা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সাগর মিত্র, সদস্য সচিব প্রদীপ ধর, সাংবাদিক এম আনোয়ারুল হক, নুরুল ইসলাম, মোজাম্মেল হক, হুমায়ুন কবির শাহ্ সুমন জাহিদ হৃদয় বাহার উদ্দিন।
সভা অনুষ্ঠিত
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলার কর্মরত ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হলরুমে সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ইসলামপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সহসভাপতি রহিমা সুলতানা মুকুল, জামালপুর প্রেস ক্লাবের সদস্য আজিজুর রহমান চৌধুরী।
পুরস্কার বিতরণ
ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী, থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিরাজ আলী, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাসার।