বিভিন্ন অপরাধে চট্টগ্রাম, ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালীর মির্জাগঞ্জ, নীলফামারীর সৈয়দপুর,সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ও তাহিরপুর ২৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
চট্টগ্রাম বু্যরো জানান, চট্টগ্রামের পটিয়া আসনের সাবেক সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী নুর রশিদ চৌধুরী এজাজকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে খুলশীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এপিএস এজাজের বাড়ি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। সে ওই এলাকার হরিণখাইন গ্রামের মৃত আবদুল মালেক চৌধুরীর ছেলে।
স্টাফ রিপোর্টার ভোলা জানান, ভোলায় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ মো. কামাল (৫০) ও মোসলেহ উদ্দিন (৫৬) নামে দুইজনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার সকালে ভোলার কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভির।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জে ২১৮ পিস ইয়াবসহ জুয়েল মৃধা (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
তাহিরপুর, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ ডিবি পুলিশ। সোমবার রাত ১ টার দিকে সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতুর পশ্চিম পাশ রাধানগর পয়েন্ট এলাকা থকে তাকে গ্রেপ্তার করে। সে সময় তার সঙ্গে থাকা আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে বিশ্বম্ভরপুর থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ী ও এক এফআইআরভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. কাউসার আলমের নেতৃত্বে পুলিশ ফোর্সসহ সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. শামীম মিয়া (২৫), আবু তাহের (৩০), মো. আল মামুন শুভকে (২৪) আটক করা হয়। এ ছাড়া একই দিন সাঁড়াশি অভিযান চালিয়ে এফআইআরভুক্ত আসামি মো. মনির হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়।
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ দুই পাচারকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চিনি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- পাবনা জেলার ইশ্বরদী উপজেলার চক আলাদী গ্রামের মো. নাজমুল হোসেন (২৪) ও একই জেলার সদর উপজেলার চর-ভাঙ্গাবাড়িয়া গ্রামের মো. জাকারিয়া হোসেন (২০)।
অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চার কেজি গাঁজাসহ সোহেল তানভীর-(২৩) ও মো. সাব্বির মিয়া (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নীলফামারীর সৈয়দপুরে বিএনপি অফিস ভাঙচুর ও আগুন দেওয়ার মামলায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকারসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকারকে রোববার রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- আওয়ামী লীগকর্মী আব্দুল হান্নান শাহ (৪৯), ছাত্রলীগকর্মী জাহিদ হাসান সানি (২৫), আওয়ামী লীগকর্মী আরশেদ আলো (৪৫), কৃষকলীগ নেতা মো. শামসুল হক (৪৮), আওয়ামী লীগ নেতা রবি সরকার (৫৩), তাঁতী লীগের নেতা রেজাউল করিম (৪৯)।