বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সতর্ক পাহারা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০
নাইক্ষ্যংছড়িতে পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সতর্ক পাহারা

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে গত রোববার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক।

দুর্গাপূজায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই কঠোর নজরধারী রাখছে। একটি শৃঙ্খলাময় উৎসব যাতে সফলভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ওসির দিকনির্দেশনায় পুলিশ সদস্যরাও পৃর্ব প্রস্তুতি ও পরিদর্শন করছেন।

বিষয়টি নিয়ে ওসি মাসরুরুল হক বলেন, এবারের সনাতন ধর্মের উৎসবে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে। বর্তমান পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে দেখে, শুনে ও বুঝে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

পরিদর্শন কালে নাইক্ষ্যংছড়ি থানা সেকেন্ড অফিসার মো. ইউছুপসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে