চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উলস্নাহ বলেছেন, 'হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসব উপলক্ষে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য কিছু উপহার দিচ্ছি। আমরা মনে করি, আমরা সবাই এক সৃষ্টিকর্তার সৃষ্টি। আমাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে মানবতা। আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে আপনাদের শরীরেও সে রক্ত। তাই ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করা উচিত নয়।'
গত রোববার নগরের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক জন্টু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বাপ্পি দে'র পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি হারুন জামান, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, কেন্দ্রীয় সদস্য সাংবাদিক বিপস্নব পার্থ।