আড়াইহাজারে অভিযানে পিস্তল, গোলাবারুদসহ ডাকাতির সরঞ্জাম জব্দ

প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেনাবাহিনীর টহল টিম ডাকাত দলকে ধাওয়া করে থানা থেকে লুণ্ঠিত একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি এবং গাঁজা ও ড্যান্ডি জব্দ করেছে। গত রোববার গভীর রাতে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, স্থানীয়দের অভিযোগ, ভুলতা বিশ্বনন্দী আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার উপজেলার জালাকান্দি কবরস্থান এলাকাকে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির জন্য ব্যবহার করে থাকে। এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে সেখানে সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি একটি চেকপোস্ট স্থাপন করে। এছাড়াও মহাসড়ক ও আশেপাশের এলাকায় ব্যাপক অনুসন্ধান চালায়। এ সময় একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে কয়েকজনকে পালিয়ে যেতে দেখে তাদের ধাওয়া করা হয়। পরে তাদের কাছ থেকে উলিস্নখিত জিনিস জব্দ করা হয়েছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।