চাঁদপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন

প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া বড় হায়াতপুর গ্রামে জান্নাতুন নাঈম মিশু (১৫) নামে শিশুকে ধর্ষণ ও হত্যার অপরাধে নুর আলম (২৬) এবং সজীব হোসেন (১৯) নামে ২ যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক আব্দুল হান্নান এ রায় দেন। শিশু জান্নাতুল নাঈম মিশু উপজেলার বড় হায়াতপুর গ্রামের প্রবাসী আবু হানিফের মেয়ে। কারাদন্ডপ্রাপ্ত নুর আলম বড় হায়াতপুর গ্রামের মনির হোসেনের এবং সজীব হোসেন জেলার ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩১ জুলাই শিশু মিশু বাড়ির পাশে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। সেখানে উভয় আসামি তাকে প্রথমে ধর্ষণ এবং পরে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর মা ফাতেমা বেগম ৩ আগস্ট কচুয়া থানায় মামলা করেন।