কুমিলস্নার চান্দিনা উপজেলার সুহিলপুরে জোরপূর্বক প্রবাসী জহিরুল ইসলাম ওরফে সেলিমের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে জমি দখল করে পাকা মার্কেট নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী তাসলিমা আক্তার বাধা দিলেও তারা নির্মাণ কাজ চালিয়ে যায়। তাই বাধ্য হয়ে তাসলিমা কুমিলস্নার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
সরেজমিনে দেখা যায়, ওই ইউনিয়নের বশিকপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে প্রবাসী জহিরুল উপজেলার জগরভাগ মৌজার দেড় শতক ভূমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। এদিকে, বশিকপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে প্রভাবশালী সাবেক ওয়ার্ড সদস্য আকবর মেম্বার, মৃত সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেন, কারী আব্দুল মজিদের ছেলে মুকবুল হোসেন, ফজলুর রহমান মোলস্নার ছেলে আনিসুর রহমান মোলস্না, মৃত কারী সামসুল হকের ছেলর মামুন ওই জমি নিজেদের দাবি করে দখলে নেন। বর্তমানে তারা ওই জমিতে মার্কেট নির্মাণ কাজ করছেন। এই বিষয়ে ওয়ার্ড সদস্য আকবর মেম্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি। দ্রম্নত সঠিক তদন্তের মাধ্যমে এই সমস্যার সমাধান চান এলাকাবাসী।