সড়ক দুর্ঘটনায় ২ জেলায় দুইজনের প্রাণহানি

প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নীলফামারীতে মোটর সাইকেল থেকে ছিটকে আহত হওয়া আনসার ভিডিপি কর্মকর্তা ও ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে পারাপারের সময় গাড়ি চাপায় এক নারী নিহত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় কল্পনা রানী রায় (৪০) নামে এক আনসার ভিডিপি কর্মকর্তা মারা গেছেন। গত রোববার রাতে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার এলাকায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। কল্পনা রানী রায় জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়নের নরেশ চন্দ্র রায়ের স্ত্রী ও ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ডোমার থানার ওসি আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করেন। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় কোহিনুর আক্তার (৪০) নামক এক নারী নিহত হয়েছেন। গত রোববার রাতে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার তারাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোহিনুর মাথায় প্রচন্ড আঘাত পান এবং তার শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মালেক শেখের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকা থেকে ভাঙ্গা উপজেলার তাড়াইল নামক স্থানে নেমে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।