চকরিয়ায় ৯১ পূজামন্ডপে ৪৩ টন চাল বরাদ্দ

প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় দুর্গাপূজা উপলক্ষে সাড়ে ৪৩ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম ৯১টি পূজা কমিটির সভাপতির কাছে এসব চাল বরাদ্দের ছাড়পত্র দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার। চকরিয়ায় ৯১ পূজামন্ডপের মধ্যে ৪৭টিতে প্রতিমা ও ৪৪টি ঘটপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সজাগ রয়েছে। এছাড়া জাঁকজমকপূর্ণভাবে পূজা পালনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে।