বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
শারদীয় দুর্গাপূজা

কালিয়াকৈরে প্রায় অর্ধেক পূজামন্ডপই ঝুঁকিপূর্ণ

শঙ্কা-উদ্বেগে দুর্গাপূজারি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০
কালিয়াকৈরে প্রায় অর্ধেক পূজামন্ডপই ঝুঁকিপূর্ণ

সারাদেশের মতো গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১০৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার ১০৯ মন্ডপের প্রায় ৪৭টিই ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। এরই মধ্যে মন্দির-মন্ডপগুলোতে প্রতিমা নির্মাণ, প্যান্ডেল-মঞ্চ স্থাপন, সাজসজ্জাসহ নানা ধরনের প্রস্তুতি চলছে। কিন্তু এবার দুর্গাপূজায় মন্ডপের সংখ্যা কমলেও সেখানেও প্রায় অর্ধেক মন্ডপ ঝুঁকিপূর্ণ।

হিন্দুদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব শুরু আগে দেশের বিভিন্ন এলাকায় কিছু অপ্রীতিকর ঘটনার কারণে তেমন স্বতঃস্ফূর্ততা নেই পূজারিদের মনে। নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিলেও শঙ্কা-উদ্বেগের মধ্যে রয়েছেন এবারের দুর্গাপূজারিরা।

এলাকাবাসী, পূজা উদযাপন কমিটি ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ১৩ অক্টোবর দেবীর বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে পূজাটি। কালিয়াকৈরে ১০০টি মন্ডপে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজকে সভাপতি করে ২৬ সদস্যবিশিষ্ট মনিটি কমিটিসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে প্রতি মন্ডপে ৫০০ কেজি করে চাল অনুদান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার জন্য প্রতিটি পূজা মন্ডপে একজন পুলিশ ও ছয়জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে আসন্ন দুর্গাপূজা বাধামুক্ত ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও। কিন্তু পূজা শুরুর আগে দেশের বিভিন্ন স্থানে কিছু অপ্রীতিকর ঘটনার কারণে তেমন স্বতঃস্ফূর্ততা নেই পূজারিদের মনে। ১০৯টি মন্ডপের মধ্যে কালিয়াকৈর পৌরসভায় ৭টি, ফুলবাড়িয়া ইউনিয়নে ২টি, চাপাইর ইউনিয়নে ৬টি, বোয়ালী ইউনিয়নে ৩টি, মৌচাক ইউনিয়নে ৪টি, সূত্রাপুর ইউনিয়নে ৫টি, ঢালজোড়া ইউনিয়নে ৮টি, আটাবহ ইউনিয়নে ৮টি, মধ্যপাড়া ইউনিয়নে ২টিসহ সর্বমোট ৪৭টি মন্ডপ ঝুঁকিপূর্ণ। ফলে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিলেও শঙ্কা-উদ্বেগের মধ্যে পালিত হবে এবারের দুর্গাপূজা। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কালিয়াকৈর শাখা ও শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র সরকার বলেন, 'পূজা শুরুর আগে দেশের বিভিন্ন স্থানে কিছু অপ্রীতিকর ঘটনায় সবার মনে শঙ্কা-উদ্বেগের কারণে তেমন স্বতঃস্ফূর্ততা নেই। তবে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি থাকায় আশা করছি এবার সুন্দরভাবে দুর্গাপূজা পালিত হবে।'

এদিকে দুর্গাপূজা উদযাপনে পূজারিদের শঙ্কা-উদ্বেগের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিন জানান, উপজেলায় যেসব পূজা অনুষ্ঠিত হচ্ছে, তাদের সার্বিক নিরাপত্তাসহ দলীয়ভাবে সহযোগিতা করা হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া গেলে দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করা হবে।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও ইউএনও কাউছার আহাম্মেদ জানান, সরকারিভাবে প্রতি মন্ডপে ৫০০ কেজি করে চাল অনুদান দেওয়া হচ্ছে। আর নিরাপত্তার জন্য প্রতিটি পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়াও যেসব মন্ডপ ঝুঁকিপূর্ণ, সেখানে সেনাবাহিনী টহলসহ ২৪ ঘণ্টা মনিটরিং করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে