বরিশাল ও নীলফামারীতে বিশ্ব বসতি দিবস পালিত

প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
বরিশালে বিশ্ব বসতি দিবস উপলক্ষের্ যালি বের করা হয় -যাযাদি
বরিশাল ও নীলফামারীতে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। 'তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি' এই স্স্নোগানে নিয়ে সোমবার বিভাগীয় ও জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর এবং নগর উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ওর্ যালি অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক অফিস ও স্টাফ রিপোর্টারের পাঠানো খবরে বিস্তারিত- বরিশাল অফিস জানিয়েছে, বরিশালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত সার্কেল বরিশাল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, জেলা পুলিশ সুপার বেলায়েত হোসেন, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, নগর উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর সিনিয়র পস্নানার আসাদুজ্জামানসহ আরও অনেকে। শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্যর্ যালি বের হয়। পরে সার্কিট হাউজ প্রাঙ্গণে গিয়ে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথিরা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে আলোচনা সভায় গণপূর্ত বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটির্ যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ ও গণপূর্ত বিভাগ নীলফামারীর উপ-বিভাগীয় প্রকৌশলী আমানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।