বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না

পরিবেশ উপদেষ্টা
বিশেষ প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বিশ্বে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে যে পরিমাণ টাকা দেওয়ার কথা তা দিচ্ছে না।

রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারা কেবল বিশ্ব জলবায়ু সম্মেলনে যায় এবং বড় বড় কথা বলে, কিন্তু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে টাকা দেয় না। তবে সুইডেনসহ কিছু দেশ এর ব্যতিক্রমও রয়েছে।

রিজওয়ানা হাসান বলেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা না করা গেলে এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে ঝুঁকি বাড়বে। সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা হচ্ছে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনও একটি কারণ। অনেক বাঁধ পরিত্যক্ত অবস্থায় আছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উজান এবং ভাটির দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের পেছনে মানুষ দায়ী। কারণ, এমন কিছু কিছু কাজকে আমরা উন্নয়ন মনে করি যা প্রতিনিয়তই পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা মাটির নিচ থেকে তেল-কয়লা তুলছি, গাছ কেটে ফেলছি।

দেশের সাম্প্রতিক বন্যার বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, বেশিরভাগ খাল-বিল ভরাট করার কারণে নোয়াখালীতে সাম্প্রতিক বন্যার পর পানি নামতে পারছে না। বন্যা থেমে গেলেও পানি নামেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে