বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত মেহেরপুরের শাহী

মেহেরপুর প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত মেহেরপুরের শাহী

শাহী আল সাদাত। মেহেরপুরের ১৫ বছর বয়সি এক কিশোর। ২০২৪ সালের নেদারল্যান্ডস ভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এই পুরস্কারকে প্রায়ই 'শিশুদের নোবেল পুরস্কার' বলা হয়। মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় থেকে করা মনোনয়ন শাহী'র ডিজিটাল নিরাপত্তা এবং শিশু সুরক্ষায় তার অবদানের কথা তুলে ধরে।

শাহী 'স্টার্টআপ সাইবার' নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা, যা শিশুদের অনলাইন নিরাপত্তার জন্য কাজ করে। সে মেহেরপুর জেলায় শিশুদের হয়রানি এবং বুলিং প্রতিরোধী একটি কমিটি গঠন করেছে। তার সাম্প্রতিক উদ্যোগ 'কিডস হেল্পলিংক' স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে হয়রানির শিকারদের আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করে। এই কার্যক্রমগুলোর মাধ্যমে শাহী ৪৪ জন শিক্ষার্থীকে সরাসরি সহায়তা করেছে। ২০ হাজারের মতো মানুষকে সচেতন করাসহ ৫১ জনকে আইনি পরামর্শ প্রদান করেছে।

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, আমাদের স্কুলের দশম শ্রেণির শাহী আল সাদাত একজন মেধাবী ছাত্র। শিশু কিশোরদের নিয়ে তার কর্মকান্ড দেশে ও বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। শিশুদের হয়রানি ও বুলিং প্রতিরোধে তার উদ্যোগ প্রসংশোনীয়।

\হমেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, শাহি আল সাদাত একজন মেধাবী ছাত্র। শিশুদের হয়রানি এবং বুলিং প্রতিরোধে শাহীর নেওয়া প্রশংসিত উদ্যোগ এখন বিদেশের পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয় থেকে অবহিত করা মনোনয়ন তাকে নেদারল্যান্ডস ভিত্তিক কিডসরাইটস ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। এটা একটি অনেক বড় অর্জন। এইসব মেধাবী কিশোররাই আগামীর দেশ গড়ার কারিগর হয়ে উঠবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে