আলোচনা সভা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদর ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মতবিনিময় সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা সদর ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক সুশীল ধরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আকবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার, রতন মিত্র, মোরশেদুল আলম মুন্সী, আবুল মনছুর, সদস্যসচিব মো. ইউসুফ মিয়া, ব্যবসায়ী মোহাম্মদ লোকমান, আব্দুছ ছবুর, ফজল করিম, মো. মহসিন পারভেজ ও সাংবাদিক এম আনোয়ারুল হক প্রমুখ।
শিক্ষক দিবস পালিত
\হঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনের্ যালি আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ থেকে একটির্ যালি বের হয়। পরে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মিলন, সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াকিল।
সভা অনুষ্ঠিত
\হশিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চরজানাজাত ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বেপারী বাজার (পদ্মার নতুন চর) এ চরজানাজাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোতালেব বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী। বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান চৌধুরী।
মতবিনিময় সভা
\হবকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আনিছুজ্জামান গামার সঞ্চালনায় এবং পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে এ সময় ছিলেন বিএনপির পৌর যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির শাহজাহান পারভেজ শাহীন, যুগ্ম আহ্বায়ক আলী আকবর, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, পৌর যুবদলের সদস্যসচিব তানজির আহমেদ সুজন।
আইনশৃঙ্খলা সভা
\হগোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুরের গোসাইরহাটে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে থানা পুলিশের আয়োজনে থানার হলরুমে এসআই মজিবুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদ আলম। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোসাইরহাট উপজেলা বিএনপির সভাপতি তারিক আজিজ মোবারক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু, ইসলামী আন্দোলন উপজেলার সভাপতি মাওলানা আব্দুস সালাম, নাগেরপাড়া জামে মসজিদের ইমাম মুফতি ফয়জুল ইসলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলার শাখার মাওলানা মো. নাছির উদ্দিন।
খেলা অনুষ্ঠিত
\হপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খেকিডাঙ্গা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার খেকিডাঙ্গা মাঠে শিরাইল এক্সপ্রেস আয়োজিত এ খেলায় দিনাজপুরের ঘোড়াঘাট চিরসবুজ ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে টিম সেতাবগঞ্জ চাম্পিয়ন হয়। পরে চাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়। এ সময় ছিলেন সবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিলস্নুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক।
সম্মেলন অনুষ্ঠিত
\হমান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় বসতবাড়ির সামনে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে ৫ দিন ধরে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দেলুয়াবাড়ি বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী মহসীন আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দোডাঙ্গী গ্রামের ভুক্তভোগী আলহাজ হাফেজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহসীন আলম, মর্তুজা হাসান নাফিজ, কামাল, ইউনুছ, রাজু, শফি, শাকিল, সবুজ ও একরামুল হোসেন।
মতবিনিময় সভা
\হঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন বিএনপি। শনিবার সকালে ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপত্বিতে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মিলনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া।
গুলি উদ্ধার
\হআড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ শনিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া জোড়া ব্রিজের খাল থেকে গত ৫ আগস্ট থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের সময় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ১০৫ রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে। স্থানীয় ডুবুরিদের মাধ্যমে এগুলো উদ্ধার করা হয়েছে। গুলিগুলো উদ্ধার করে বিধি মোতাবেক থানায় জমা করা হয়েছে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান।
সভা অনুষ্ঠিত
ম ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভায় উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার'র সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, গৌরীপুর ও নান্দাইল উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার মেজর নাঈম হাসান, সেনা অফিসার ক্যাপ্টেন ইশরাক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান।
সমন্বয় সভা
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়িতে সাম্প্রতিক পরিস্থিতি ও শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মহালছড়ি সেনা জোন সদরে সভায় সেনা জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া (পিএসসি) সভাপতিত্বে উপস্থিত ছিলেন সকল সেনা সাব-জোন কমান্ডাররা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সব ধর্মাবলম্বীর প্রতিনিধি, পূজা কমিটির সভাপতিবৃন্দ, হেডম্যান, কারবারী, প্রিন্ট মিডিয়াকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা।
নির্বাচন অনুষ্ঠিত
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদীর জামেয়া ই কাসেমিয়ায় দীর্ঘ এক যুগ পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার ছাত্রদের প্রত্যক্ষ ভোটে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন কামিল শ্রেণির ছাত্র মাফুজুর রহমান, জি এস হিসেবে নির্বাচিত হয়েছেন ফাযিল শ্রেণির ছাত্র মুজাহিদুল ইসলাম সাদেক, এজিএস হিসেবে নির্বাচিত হয়েছেন আলিম শ্রেণির মোহাম্মদুলস্নাহ তাহসিন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ আজাদ। এসময় শিক্ষকদের মধ্য থেকে প্রিজাইডিং ও পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় কিশোরীদের মধ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পলস্নী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়'র অধীনে উপজেলা পলস্নী উন্নয়ন বোর্ড এই প্রশিক্ষণের আয়োজন করে। রোববার দুপুর ১২টায় উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজি নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)'র মহাপরিচালক আ. গাফ্ফার খান। বিশেষ অতিথি ছিলেন (ইরেসপো) ২য় পর্যায়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম, পজীপ-৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরকার, যশোর বিআরডিবি উপপরিচালক বি এম কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিন।
কমিটি গঠন
ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৭৯ সদস্য উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হযেছে। রোববার ৭৯ সদস্যের কমিটিতে বাবু উৎপল কান্তি সিংহ রায়কে আহ্বয়ক ও বাবু জ্যোতি রঞ্জন রায়কে সদস্য সচিব করে কমিটির অনুমোদন করেন, নীলফামারী জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু ও সদস্য সচিব প্রদীপ কুমার দে (মিঠু)।
কুপন ফেরত
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক সমিতির আমানতের কুপন ফেরত প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে নতুন বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবুল কাশেম রেজভী, সদস্য নিলুফা ইয়াসমিন, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম তুষার প্রমুখ। অনুষ্ঠানে চেকের মাধ্যমে গোপালপুর উপজেলার সব সদস্যের আমানতের কুপন ফেরত দেওয়া হয়। এ সময় সমিতির অন্যান্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সিসি ক্যামেরা বিতরণ
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৫৬টি পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার জোর প্রস্তুতি চলছে। জানা গেছে, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে রোববার দুপুরে শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদানসহ ১২টি মন্ডপে সিসি ক্যামেরা প্রদান করেছেন জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ-সভাপতি ও বিএনপির মেয়র নমিনী মো. আব্দুলস্নাহ আল মামুন খান রনি। পরিদর্শনকালে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবন ঘোষ, সাধারণ সম্পাদক লিটন কুমার পন্ডিত, প্রধান পুরোহিত অরুন কুমার চক্রবর্তী, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি মাহাবুবুল গাফফার ঠাকুর তুলন।
চক্ষু শিবির অনুষ্ঠিত
ম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় এসএসসি/৯৫ ব্যাচ বন্ধুদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বন্ধু মহল ফাউন্ডেশন'র উদ্যোগে এ অঞ্চলের অসহায় দুস্থ পরিবারের ২৫৮ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। শনিবার দিনব্যাপী জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে রংপুর চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানের উদ্বোধন করেন বন্ধু মহল ফাউন্ডেশন'র পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জামান শাহিদ। এ সময় ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, নিলাম্মর রায়, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেবু (সাংবাদিক), তথ্য ও সম্প্রচার সম্পাদক মোশফিকুর রহমান মিজু, সোলায়মান গণী স্টালিন, বেলাল হোসেন, নুর আমীনসহ অনেকে।
অনুদান প্রদান
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের মধ্যে অনুদান প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১টায় মাধবদীর হেরিটেজ রিসোর্টে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোলস্না। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মো. আমজাদ হোসেন, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা মো. হেলাল উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন।
শারদীয় শুভেচ্ছা
ম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা শাখা বিএনপির সভাপতি মিঞা মো. সফিকূল আলম মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ?্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখার সভাপতি অ?্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
আইনশৃঙ্খলা সভা
ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট দায়িত্বরত সেনাবাহিনীর মেজর শেখ ফারিয়াল আমিন, ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন।
ত্রাণ বিতরণ
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী ও কংস নদের পানি বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার বিকালে পানিবন্দি এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস। পরে রামবাড়ী গ্রামে শতাধিক মানুষের মধ্যে শুকনা খাবার, চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
আর্থিক অনুদান
ম গাজীপুর প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুর মহানগরীতে আয়োজিত ১০৭টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গাজীপুর মহানগর বিএনপির নেতারা এক অনুষ্ঠানের মাধ্যমে রোববার পূজা মন্ডপের উদযাপন কমিটির সভাপতির হাতে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করেন। এ উপলক্ষে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পী দের পরিচালনায় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা, সাবেক জিএস নীনা মোস্তফা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
জনসচেনতামূলক সভা
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শান্তি সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭-বিজিবি) কর্তৃক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদের হলরুমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭-বিজিবির সহকারী পরিচালন মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়রম্যান গগন বিকাশ চাকমা, বাবুছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাবুছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ওবায়দুর রহমান, বাবুছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকেশ দেওয়ান প্রমুখ।
বিক্ষোভ মিছিল
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
একটি জাতীয় দৈনিকে গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মুশফিকুর রহমানকে জড়িয়ে 'মিথ্যা সংবাদ প্রচার' ও 'পরিকল্পিত ষড়যন্ত্র' এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গফরগাঁও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, পাগলা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার দুপুরে পৌর শহরের মিনি স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পাটমহল মোড়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন, উপজেলা বিএনপি সদস্য মোশাররফ হোসেন, আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির সদস্য সেলিম আহমেদ, দক্ষিণ জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সোহেল প্রমুখ।
স্মরণসভা
ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে মুক্তিযুদ্ধের সময়ের অন্যতম সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ বিশ্লেষক ও লেখক বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাস্টারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জগতপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। এছাড়াও এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল ফজল পলাশ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, বিশিষ্ট সমাজসেবক ডা. আহমেদ ইকরাদ বিন রওনক প্রমুখ।
সমাবেশ অনুষ্ঠিত
ম মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শনিবার বিকালে মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বাগেরহাট জেলার সভাপতি এবাদুল হক শাহীন ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম এই মিছিলে অংশ নেয়। মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের মোরেলগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি বদিউজ্জামান রিপন, সাধারণ সম্পাদক জুলাশ হোসেন সোহাগ এবং পৌর কমিটির সভাপতি নাঈম ইকবাল, সাধারণ সম্পাদক মাসুম বিলস্নাহর নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী অংশ নেয়।