শরীয়তপুরের ডামুড্যায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে এবং সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এড়িকাঠি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ দুলাল মাদবরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এজাহারে থাকা ৬ নম্বর আসামি বাচ্চু ফকিরের স্ত্রী আয়েশা সিদ্দিকা চৈতী।
তিনি বলেন, 'গত ২৭ সেপ্টেম্বর ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় রাসেল সরদার নামে একজন খুন হন। কিন্তু ওই হত্যাকান্ডের ঘটনায় আমার স্বামী জড়িত নয়। আমার স্বামী প্রবাসে থাকে, কিন্তু তাকে অন্যায়ভাবে মামলার আসামি করা হয়। আমার স্বামীকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। মামলার বাদীপক্ষ আমাদের নিয়মিত হুমকি-ধামকি দিচ্ছে। এতে আমরা মানবেতর জীবনযাপন করছি। এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে সবার সহযোগিতা কামনা করছি। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাই।'