বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

'আমাদের কথাগুলো গণমাধ্যমে তুলে ধরুন'

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
'আমাদের কথাগুলো গণমাধ্যমে তুলে ধরুন'

রংপুরের মিঠাপুকুর প্রেস ক্লাবে বিশ্ব শিশু দিবস ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত গণমাধ্যমকর্মীদের নিয়ে শিশু অধিকার সপ্তাহ-২০২৪ 'শিশু সংলাপ ও মিডিয়া শীর্ষক' মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিশুরা তাদের নানান সুযোগ-সুবিধা এবং সাফল্য তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ করেন।

রোববার মিঠাপুকুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় শিশুদের প্রতি যৌন নিপীড়ন, খেলাধুলার মান বৃদ্ধি, মাদক, বাল্যবিয়ে, শিক্ষা সংস্কৃতির উন্নয়ন সম্পর্কে সবার সুদৃষ্টি কামনা করেন। মিডিয়া সংলাপে বাংলাদেশ শিশু একাডেমি, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, ইসলামিক রিলিফ বাংলাদেশ, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ, শিশু ও যুব ফোরামের প্রতিনিধিরা অংশগ্রহণ করে তাদের দাবিগুলো উপস্থাপন করেন।

এ সময় শিশুরা বলেন, 'আমাদের শিশুদের জন্য মিঠাপুকুর উপজেলায় তেমন কোনো সুযোগ-সুবিধা প্রদান করা হয় না। আমরা আমাদের অধিকার চাই। আমাদের খেলার মাঠ, লাইব্রেরি, হাসপাতালে শিশুদের জন্য আলাদা করে চিকিৎসার ব্যবস্থা, জীবাণুমুক্ত পানি, আইনের অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকাসক্ত থেকে সমাজকে রক্ষা করাসহ আরও বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরেন।'

সাংবাদিক সমাজের উদ্দেশে শিশুরা অভিযোগ করে বলেন, 'আমাদের কথাগুলো কোথাও প্রকাশ করা হয় না। আমরা চাই, আমাদের দাবিগুলো দেশের মানুষের কাছে আপনারা পৌঁছে দিন। আপনারা আমাদের দাবিগুলো দেশের মানুষের কাছে প্রকাশ করুন। আমাদের অধিকার আদায়ে সহযোগিতা করুন। তাদের এসব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা।'

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ বলেন, 'শিশুদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার খুব জোরালোভাবে কাজ করে যাচ্ছে। আমরা অতি শিগগিরই মিঠাপুকুরে বিভিন্ন স্কুলের খেলার মাঠ সংস্কার, লাইব্রেরি স্থাপনসহ আপনাদের যেসব দাবি আছে, সবগুলো পূরণ করব।'

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং উপজেলা জামায়াতের আমির জয়নাল আবেদীন মাস্টারসহ মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি শেখ শাদী সরকার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা শিশু-বিষয়ক কর্মকর্তা আব্দুল ওয়াহেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে