নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শনিবার বিকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান লোহাগড়া উপজেলার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান ওই মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউএনও ফাতিমা আজরিন তন্বী, সহ-সম্পাদক কিশোর রায়, রূপক মুখার্জি, গৌতম দেওয়ান, কোষাধ্যক্ষ তপন রায়, স্বরূপ চক্রবর্তী, পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপস্নব।
এরপর জেলা প্রশাসক ছাতড়া সর্বজনীন দুর্গা মন্দির, কুন্দশী সর্বজনীন দুর্গা মন্দির, লোহাগড়া গৌর-নিতাই জিউর মন্দিরসহ বেশ কয়েকটি মন্ডপ ঘুরে দেখেন।
এ সময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম আরাফাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র, লোহাগড়া থানার এসআই মামুন হোসেন প্রমুখ।