নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী বলেছেন, 'ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। এটি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন। কারণ আগে জনগণের নিরাপত্তা দরকার। তারপর উৎসব সবার।'
শনিবার নরসিংদীর শিবপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, 'বিগত দিনে শেখ হাসিনা বলেছেন যে, ধর্ম যার যার উৎসব সবার। এটা একটি ভিত্তিহীন কথা। কারণ সব পূজামন্ডপে আগে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাহলেই দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে সংখ্যালগু বলে বিভাজন দৃষ্টিতে দেখেছে। বিএনপি এটা বিশ্বাস করে না। কারণ হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, আমরা সবাই মানুষ। আমরা সবাই সবার। আমরা সবাই বাংলাদেশি।'
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. সজীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হাসান বাবুল মৈশান, সম্পাদক জাকির হোসেন সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাছুম মোলস্না, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপস্নব চক্রবর্তী, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অসীম কুমার ঘোষ, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বর্মণ প্রমুখ।