বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

১৪ মাস ধরে 'হাওড় ভাতা' পাচ্ছেন না ৯০ শিক্ষক

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
১৪ মাস ধরে 'হাওড় ভাতা' পাচ্ছেন না ৯০ শিক্ষক

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের সৃষ্টপদে নিয়োগ পাওয়া ৯০ জন সহকারী শিক্ষক হাওড় ভাতা পাচ্ছেন না। হাওড় ভাতা বন্ধ থাকায় এসব শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১০টি ইউনিয়নে ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ২০২৩ সালে ২২ জানুয়ারি এই দু'টি উপজেলায় ১৫৪ জন সহকারী শিক্ষক নিয়োগ পেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যোগদান করেন। ওই কার্যালয় থেকে ওই বছরের ২৩ জানুয়ারি ১৫৪ জন সহকারী শিক্ষকের মধ্যে ৬৪ জন সহকারী শিক্ষককে রাজস্ব খাতে ও ৯০ জন সহকারী শিক্ষককে প্রাক প্রাথমিকের সৃষ্টপদে পিইডিপি-৪-এর আওতায় পদায়ন করা হয়।

রাজস্ব খাতে থাকা সহকারী শিক্ষকেরা নিয়োগের পর থেকেই হাওড় ভাতা বাবদ প্রতিমাসে দুই হাজার ২০০ টাকা করে পেয়ে আসছেন। কিন্তু জানা গেছে গত ১৪ মাস ধরে তারা হাওড় ভাতা পাচ্ছেন না।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সহকারী শিক্ষক বলেন, 'আমরা বৈষম্যের শিকার হচ্ছি। একই সঙ্গে নিয়োগ পাওয়া ১৫৪ জনের মধ্যে ৬৪ জন হাওড় ভাতা পেয়ে আসলেও আমরা ৯০ জন শিক্ষক ১৪ মাস ধরে হাওড় ভাতা পাচ্ছি না। দ্রম্নত এ সমস্যা সমাধানের জোর দাবি জানাচ্ছি।'

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস জানান, 'এই দু'টি উপজেলায় প্রাক প্রাথমিকের সৃষ্টপদের ৯০ জন সহকারী শিক্ষক পিইডিপি-৪ প্রকল্পের  আওতায় রয়েছেন। এসব শিক্ষকদের হাওড় ভাতা বন্ধ থাকায় তারা খুবই সমস্যার মধ্যে রয়েছেন। বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছি। কিন্তু এখনো হাওড় ভাতা বাবদ অর্থ বরাদ্দ না  আসায় এসব শিক্ষকদেরকে হাওড় ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন।'

পিইডিপি-৪ প্রকল্পের উপপরিচালক আবুল বাশার বলেন, হাওড় ভাতার অর্থ বরাদ্দের জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এ বাবদ অর্থ বরাদ্দ পাওয়া গেলে বকেয়াসহ এই দু'টি উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের ৯০ জন সহকারী শিক্ষককে হাওড় ভাতা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে