বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর আশ্বাস

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর আশ্বাস

দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল অবহেলিত শ্রমিক-কর্মচারীসহ সবার বক্তব্য শুনে মিলটি পুনরায় চালুর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। আওয়ামী সরকারের আমলে বন্ধ হওয়া সেতাবগঞ্জ চিনিকল রোববার পরিদর্শন করেছেন তিনি। সকাল ১১টায় তিনি চিনিকলের অতিথি ভবনে শ্রমিক-কর্মচারী, আখচাষিসহ সর্বস্তরের ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করেন।

সভায় সর্বস্তরের জনতা চিনিকলের সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরে বলেন, এ মিলটি বন্ধ হওয়ার কারণে শ্রমিক-কর্মচারীরা দুর্বিষহ মানবেতর জীবনযাপন করছে। সন্তানদের লেখাপড়া শেখানো তো দূরের কথা, ঠিকমত দু-বেলা তাদের খাওয়াতেও পারছে না শ্রমিকরা। দিন দিন তারা ঋণগ্রস্থ হয়ে পড়ছেন। বর্তমানে অত্মহনন ছাড়া তাদের সামনে কোনো পথ খোলা নেই। মিলটি পুনরায় চালু হলে স্ত্রী-সন্তানদের মুখে দু'-বেলা খাবার তুলে দিতে পারবেন তারা।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদা, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাবেক শ্রমিক নেতা যথাক্রমে হাবিবুর রহমান দুলাল, আখতার হোসেন, আখচাষি আব্দুলস্নাহ আল মামুনসহ এলাকার সুধী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে