চট্টগ্রামের ফটিকছড়িতে শিক্ষক দিবসের দিন রাস্তায় নেমেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়েছেন ফটিকছড়ির ২২৯টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শনিবার ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছেন তারা। ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সহকারী শিক্ষক রহিমা আক্তার, জেএম তাওহিদ হোসেন, মো. আজিম উদ্দিন, মো. শাহজাহান, শফিউল আজম, সৈয়দ নাজমুল হুদা, মো. মামুন উদ্দিন, কাউসার নয়ন, মেজবাহ উদ্দিন, মো. বেলাল, পারভেজ মোশাররফ, সাজেদুল করিম ভূঁইয়া, আহমদ শফি, নুরুল আবছার, রোকসানা আক্তার, রক্তি বড়ুয়া, সামিয়া সুলতানা, নাঈমা সুলতানা, অনুপম ভট্টাচার্য, মানস চক্রবর্তী প্রমুখ।
এ সময় তারা বলেন, 'বর্তমান সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে গঠিত হয়েছে। তাই এ সরকারের মাধ্যমে বৈষম্য নিরসন করা সম্ভব। তারই ধারাবাহিকতা সব কিছুর সংস্কার হচ্ছে। প্রাথমিক শিক্ষায় ও সংস্কার চলমান রয়েছে। এ সংস্কারের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের জন্য কমিটি গঠন করা হয়েছে। ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সারাদেশের ন্যায় আমরা দাবি জানাচ্ছি।'