সিলেটের সুলতান'স ডাইনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে আরও ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সিলেট অফিস জানায়, মাংসের গুদামে জেনারেটর না থাকা, খাবারে তেলের ব্যবহারসহ বেশকিছু অনিয়মের দায়ে সিলেটের সুলতান'স ডাইনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।
সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও নিরাপদ খাদ্য অধিকার অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন অভিযানে নেতৃত্ব দেন।
তারা জানান, সুলতান'স ডাইনের মাংসের গুদামে জেনারেটর না থাকার কারণে মাংস প্রিজারভেশনে সমস্যা হতে পারে। একই সঙ্গে খাবারে তেলের ব্যবহার ঠিকভাবে করা হয়নি। এ ছাড়া বিদেশ থেকে আনা বাসমতী চালের রশীদ দেখাতে পারেন নি তারা। রান্নাঘরে শেফদের রান্নার কাজে বাঁশ ও কাঠের ব্যবহার নিয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সুলতান'স ডাইন কর্তৃপক্ষ জানায়, ভোক্তা অধিকার অধিদপ্তর নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা ৭ দিনের মধ্যে কার্যকর করতে বলা হয়েছে। দ্রম্নত তা কার্যকর করা হবে বলে জানান রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
শনিবার বিকালে অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।
জানা যায়, ফরিদগঞ্জের চান্দ্রা বাজারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ব্যবহার না করায় ভাই ভাই বেকারিকে ৩ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভাই ভাই ফার্মেসিকে ৫ হাজার টাকা ও বাসি গ্রিল বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের দায়ে ঢাকা হোটেলকে ১০ হাজার টাকাসহ সর্বমোট তিনটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের হাজীগঞ্জে ২টি শপিং সেন্টার ও ১টি স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার হাজীগঞ্জ বাজার এলাকার ২টি শপিং সেন্টারে বিক্রির জন্য রাখা পণ্য উৎপাদন ও মেয়াদের তারিখ উলেস্নখ না করা এবং অনুমোদনহীন কসমেটিকস পণ্য রাখার অপরাধে জরিমানা করা হয়। এ ছাড়া একটি স্বর্ণের দোকানে ওজন মাপার স্কেল ভেরিফিকেশন না থাকায় মোট ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।