হত্যা মামলার আসামিসহ চার জেলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সুনামগঞ্জের ধর্মপাশা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও দিনাজপুরের বিরামপুরে আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের আপন বড়ভাই ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মাসুদকে (৬০) চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলার গাছতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, অটোরিকশা স্ট্যান্ডে যানবাহনের চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানায় একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বিএম তৌফিক ইসলাম গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অপরজন পাটগাতী বাজারের ব্যবসায়ী শেখ লিমন।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরামপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে (২৯) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুদ রানা বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে।
এ বিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক ঘটনার সত?্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতে নাশতকতার মামলায় মাসুদ রানাকে আটকপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
\হগ্রেপ্তারকৃতরা হলেন জাহাঙ্গীর মিয়া (৪৮), শাহাজালাল (৪০), আল আমিন (২২) এবং মাসুম (৪৫)। এদের মধ্যে মাসুম আড়াইহাজার পৌর সদরের নাগেরচর এবং বাকি তিনজন মুকুন্দী গাজীপুরা গ্রামের বাসিন্দা। তাদের উপজেলার বিশনন্দী ইউনয়িনের বালুয়াকান্দী এলাকার একটি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিক জানান।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় ৫ বস্তা দেশীয় চোলাই মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৩ জনকে আটক করেছে স্থানীয়রা। উৎসুক জনতা ২ বস্তা মদ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। পরে বাকি ৩ বস্তা মদসহ আটকদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটকরা হলেন, বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এমংছিং মার্মা (৪০), ক্যশৈনুক মার্মা (৪২) ও চট্টগ্রামের চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া এলাকার রেদোয়ান (২৪)।
সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, ৬০টি স্যালাইনের প্যাকেট ভর্তি চোলাই মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৩ জনকে আটক করা হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার সদরে বন বিভাগের এক কর্মকর্তার কাছে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় মোহাম্মদ শরীফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকায় অভিযানকালে তাকে আটক করা হয়।
\হগ্রেপ্তার মোহাম্মদ শরীফ (২২) একই এলাকার মোহাম্মদ হাছনের ছেলে। ঘটনার সময় তিনি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে জানান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ) মো. জসিম উদ্দিন।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার আমতলীতে এক কেজি চারশ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা বায়েজিদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার কুকুয়া ইউনিয়নের খাকদান গ্রামের সেলিম হাওলাদারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ রোববার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালতের বিচারক রাকিব হোসেন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আমতলী থানার ওসি আরিফুল ইসলাম আরিফ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।