বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ (বায়েসা)
সভাপতি ড. সাইফুলস্নাহ, সম্পাদক ড. গোলাম রসুল
প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত বিজ্ঞানীদের সংগঠন বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের (বায়েসা) দ্বিবার্ষিক কর্মপরিষদ গঠিত হয়েছে। ৩ অক্টোবর সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশে উপস্থিত বিজ্ঞানীদের মধ্যে ৪৬৪ জন (প্রায় ৯৯%) তাদের সরাসরি ভোটে দুই বছর মেয়াদের জন্য ১৩ সদস্যের কর্মপরিষদ নির্বাচিত করেন।
নির্বাচনে সাভারের খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান ইনস্টিটিউটের (এইআরই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম সাইফুলস্নাহ সভাপতি ও পরমাণু খনিজ ইনস্টিটিউটের (এইআরই) প্রধান ভূতত্ত্ববিদ ড. মো. গোলাম রসুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কর্মপরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ডা. আবু বক্কর সিদ্দিক (প্রধান চিকিৎসা কর্মকর্তা, নিনমাস, ঢাকা); কোষাধ্যক্ষ ড. মো. মাহবুবুল হক (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, পশকে, ঢাকা); সহ-সাধারণ সম্পাদক ড. মো. ফিরোজ মর্তুজা (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আইএফআরবি, এইআরই, সাভার) ও তথ্য ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মো. আল মামুন (মুখ্য প্রকৌশলী, প্রধান কার্যালয়, ঢাকা)।
এ ছাড়াও নির্বাচিত সাতজন পরিষদ সদস্য হলেন- ড. মো. আসাদ শরীফ (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আইএনএসটি, এইআরই, সাভার); ডা. আফরোজা আক্তার (ঊর্ধ্বতন চিকিৎসা কর্মকর্তা, ইনমাস, ঢাকা); ড. মোহাম্মদ রাজীব (মুখ্য ভূতত্ত্ববিদ, আইএনএম, এইআরই, সাভার); ড. মো. আবদুলস্নাহ আল মামুন (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, পশকে, ঢাকা); ডা. আজমল কবির সরকার (মুখ্য চিকিৎসা কর্মকর্তা, ইনমাস, গোপালগঞ্জ); ড. মো. মোশাররফ হোসেন ভূঞা (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আইএনএসটি, এইআরই, সাভার) ও এনপিইডি (সিআরএনপিপি) প্রধান কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলিউজ্জামান। সংবাদ বিজ্ঞপ্তি