রাজনীতি করতে হবে তরুণদের প্রত্যাশা মাথায় রেখে জিএম কাদের
প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ২০২৪ সালে আমাদের তরুণরা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে, তারা রাজনীতি ভালো বোঝে। তরুণদের চিন্তা ও প্রত্যাশা মাথায় রেখে আগামী দিনে রাজনীতি করতে হবে। তরুণ ভোটারদের সংখ্যা প্রায় ৪ কোটি। আগামী দিনের রাজনীতিতে তরুণরা অসামান্য অবদান রাখবে।
শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টামন্ডলী ও পার্টির ভাইস চেয়ারম্যানদের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, 'একদলীয় শাসন কায়েম করতে আওয়ামী লীগ সরকার সব দলকে ধ্বংস করতে চেয়েছে। বিএনপিকে হামলা-মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছে। জামায়াতে ইসলামীকে মাঠে দাঁড়াতে দেয়নি। জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে দুই ভাগ করে।'
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজেদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির ভূমিকা পরিষ্কার। সমন্বয়কদের আটক করা হলে আমরা এর প্রতিবাদ করেছি, মুক্তির দাবি জানিয়েছি। আমাদের জাতীয় ছাত্রসমাজ রাজধানীতে ব্যানার নিয়ে আন্দোলন করেছে। রংপুরে আমাদের সংগঠন শক্তিশালী, আমার নির্দেশে পার্টির নেতাকর্মীরা রংপুরে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেয়।'
আমাদের শহীদ মিনার বৈষম্যের বিরুদ্ধে আত্মত্যাগের প্রতীক। ছাত্রদের শহীদ মিনারে গিয়ে শপথ নিতেও বলেছিলাম আমি- বলেন তিনি।
যৌথ মতবিনিময় সভায় আরও ছিলেন- জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরীফা কাদের, মনিরুল ইসলাম মিলন ও উপদেষ্টামন্ডলীর সদস্যরা।