বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

'দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না'

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
'দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না'

বিজিবি উপ-মহাপরিচালক সরদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, 'দুর্গাপূজা নিয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা শুধু দুর্গাপূজাই নয় অত্র এলাকার অন্যান্য নিরাপত্তা নিয়েও কাজ করবো। আসুন দেশ ও জাতির নিরাপত্তায় সকলে মিলে একসঙ্গে কাজ করি।'

শনিবার নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন দুর্গাপূজা, সীমান্তের নিরাপত্তাসহ নানাবিধ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় প্রাচীনতম দশভুজামন্দির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আব্দুল আউয়াল, ক্যাম্প কমান্ডার বিলাল হোসেন, সুবেদার নুর মোহাম্মদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ধীরেশ পত্রনবীশ, মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, ব্যবসায়ী দেবল চক্রবর্তী, সুশীল শ্রেণির প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে