বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

আলোচনা সভা

\হস্টাফ রিপোর্টার মৌলভীবাজার

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেস ক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সদস্যসচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ডা. সাদিক আহমদ, আজাদুর রহমান আজাদ, সৈয়দ হুমায়েদ আলী শাহিন, এস এম উমেদ আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দীপ্ত টিভির সাংবাদিক বকসি মিছবাহ হুর রহমান, ফেরদৌস আহমদ দুলাল, নজরুল ইসলাম মুহিব, পৌর বিএনপির সভাপতি মমশাদ আহমদ, মো. আব্দুল ওয়াদুদ।

সমাবেশ অনুষ্ঠিত

\হআড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মো. মোতাহার হোসাইন ভূঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মমিনুল হক সরকার, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাকির হোসাইন।

পূজা মন্ডপ পরিদর্শন

\হহাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাট জেলার সীমান্তবর্তী হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনস্থ বিওপিগুলোর বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন কর্নেল মামুনূর রশীদ, পিএসসি, সেক্টর কমান্ডার, রংপুর। পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি। বিজিবি সেক্টর কমান্ডার, বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। উক্ত সময়ে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভা

\হতিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার গাজীপুরস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওসমান গণি ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। এ ছাড়াও আরও ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আলী হোসেন মোলস্না, কাজী কবির হোসেন সেন্টু, মোসা: রুবি ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সূত্রধর।

মিলাদুন্নবী উদযাপন

\হচন্দনাইশ (চট্টগ্রাম ) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী সমাজসেবী সংগঠন ছৈয়দাবাদ সবুজ সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব ক্লাবের নিজস্ব হলরুমে মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলমগীরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা পরিষদের সদস?্য চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী। সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় তকরির পেশ করেন সংগঠনের সাবেক সহসভাপতি মাওলানা আবুল কাশেম আনছারী।

সভা অনুষ্ঠিত

\হচন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান সওদাগর। যুবদল নেতা মো. মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহামুদুর রহমান মাহাদু। এতে প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির সদস্যসচিব মাহবুবুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।

কর্মিসভা অনুষ্ঠিত

\হপোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত পলাশবাড়ি চাঁচাইবাড়ি কামিল মাদ্রাসা প্রাঙ্গণে কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মো. ছালেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন মন্ডল, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্‌ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা ও সবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী। এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম রহমান।

আর্থিক অনুদান প্রদান

\হস্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দিরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন- সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল। এ সময় তার সঙ্গে ছিলেন- জিএসও-২ (ইন্ট) মেজর মো. জাবির সোবহান মিয়াদসহ জোনের পদস্থ কর্মকর্তারা।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা

\হশেরপুর প্রতিনিধি

শেরপুরে ইনিশিয়েটিভ ফর হিউম্যান ওয়েল ফেয়ারের সৌজন্যে (ও ঐ ড) লন্ডনপ্রবাসী সৈয়দা মাহফুজা আক্তারের অর্থায়নে 'গর্ভবতী মা' ও দুগ্ধবতী মায়েদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা- ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অতিথি ছিলেন- ইনিশিয়েটিভ ফর হিউম্যান ওয়েল ফেয়ারের সেক্রেটারি উম্মে কুলসুম নিপুন। এ সময় উপস্থিত ছিলেন- রংপুর মেডিকের কলেজের ডা. ফাহমিদা ইয়াসমিন, সমাজসেবক সুজন মিয়া, শেরপুর জেলা সমাজসেবা অফিস সহকারী হাসান শরাফত, তিলকান্দি আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মনিরুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সাঁতার প্রতিযোগিতা

\হসন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সাঁতার শিখুন, সুরক্ষিত থাকুন- এই প্রতিপাদ্য নিয়ে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের কম্পাউন্ড পুকুরে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- ইউএনও রিগ্যান চাকমা। উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল আলীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রেস ক্লাব সেক্রেটারি ওমর ফয়সাল, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন।

সভা অনুষ্ঠিত

ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেস ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেস ক্লাব কার্যালয়ে কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে এবং কেন্দুয়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও নাট্যকার বাবু রাখাল বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন- কেন্দুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী চৌধুরী কাজল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

আর্থিক সহায়তা

\হফেনী প্রতিনিধি

ফেনীতে ৪ আগস্টের গণহত্যায় নিহত তিন শহীদ পরিবারকে শনিবার সকালে ফেনী জেলা জামায়াতের পক্ষ থেকে ফের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা আমির একেএম শামছুদ্দিন। শহীদ মাসুদের মায়ের হাতে, শহীদ শ্রাবণের পিতার হাতে ও শহীদ সাকিবের পিতার হাতে সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় জেলা আমিরের সঙ্গে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা প্রচার সেক্রেটারি আ ন ম আবদুর রহিমসহ অন্যরা।

মতবিনিময় সভা

\হবাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম বাঁশখালীর চাম্বলে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সভায় চাম্বল ইউনিয়ন জামায়াতের আমির সৈয়দ মরতুজা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলী নেওয়াজ চৌধুরী ইরান। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব দাশ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব, সহ-সভাপতি স্বপন দাশ, চাম্বল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল জলিল মানিক।

টিকা প্রদান

\হফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশের ন্যায় বাগেরহাটের ফকিরহাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের 'পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের' আওতায় বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচি চলছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ১ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। মঙ্গলবার ফকিরহাট সদর ইউনিয়নের সাতশৈয়া গ্রামে ছাগল ও ভেড়ার টিকা প্রদান করার মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান। এ কর্মসূচিতে ছিলেন মাঠপর্যায়ে ডিএফএ সুকান্ত মন্ডল, এলএফএ রেজাউল হাসান, সিইএ খান জিবাদুল ইসলাম।

প্রস্তুতিমূলক সভা

ম শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর দোহার সড়কের বাইপাস এলাকায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শেখ মো. আব্দুলস্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল কালাম কানন, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস।

সভা অনুষ্ঠিত

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পার্বতীপুর আদর্শ কলেজ মিলনায়তনে সভার আয়োজন করে পার্বতীপুরস্থ সব দুর্গোৎসব আয়োজক কমিটি। সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুরের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৈলাশ প্রসাদ সোনার। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির উপজেলা সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল হক, সাবেক পৌরসভার কাউন্সিলর মানজুর রশিদ।

অফিস উদ্বোধন

ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলা সদরে বিএনপির অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মার্কেটে নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারের উদ্যোগে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার। এ সময় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্যসচিব আপেল মাহমুদ সুমন।

মতবিনিময় সভা

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুরে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। আরও বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়া, সদস্যসচিব জসিম মাহমুদ জসিম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, যুবদলের সদস্যসচিব আনিসুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রনি ভূইয়া, দিলালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়রসহ-সভাপতি মো. বোরহান উদ্দিন ভূইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে